TRENDING:

Cricketer's Ex Wife: যুজবেন্দ্র চাহালের থেকে নাকি নেবেন না খোরপোষ, তাই স্বামীর সঙ্গে ডিভোর্সের পর নিলেন সাহসী কাজ করার সিদ্ধান্ত

Last Updated:
Cricketer's Ex Wife: WMBuzz-র প্রতিবেদন যদি সত্যি বলে ধরে নেওয়া হয়, তাহলে জানা যাচ্ছে যে, রোহিত শেঠির শোয়ের আসন্ন সিজনে অংশগ্রহণ করার জন্য ধনশ্রীর কাছে প্রস্তাব গিয়েছে। 
advertisement
1/5
চাহালের থেকে নাকি নেবেন না খোরপোষ, স্বামীর সঙ্গে ডিভোর্সের পর নিলেন সাহসী কাজ করার ভাবনা
ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহালের সঙ্গে সংসারে ভাঙনের পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন ধনশ্রী ভার্মা। এই সমস্ত বিতর্কের মাঝে এবার শোনা যাচ্ছে যে, ‘খতরোঁ কে খিলাড়ি’-তে অংশগ্রহণ করতে পারেন এই জনপ্রিয় কোরিওগ্রাফার। IWMBuzz-র প্রতিবেদন যদি সত্যি বলে ধরে নেওয়া হয়, তাহলে জানা যাচ্ছে যে, রোহিত শেঠির শোয়ের আসন্ন সিজনে অংশগ্রহণ করার জন্য ধনশ্রীর কাছে প্রস্তাব গিয়েছে।
advertisement
2/5
প্রতিবেদনে আরও শোনা যাচ্ছে যে, ‘খতরোঁ কে খিলাড়ি’-র নির্মাতাদের সঙ্গে ধনশ্রী ভার্মার কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। যদি সব কিছু ঠিক এগোয়, তাহলে তিনি নিশ্চিত ভাবে এই শোয়ের অংশ হতে চলেছেন। যদিও ‘খতরোঁ কে খিলাড়ি’-তে অংশগ্রহণ করা নিয়ে ধনশ্রীর দিক থেকে কোনও অনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
advertisement
3/5
এর আগে ২০২৩ সালে ধনশ্রী ভার্মা অংশগ্রহণ করেছিলেন ‘ঝলক দিখলা জা ১১’-এ। এমনকী সেই সময় স্ত্রীর জন্য এই শোয়ে উপস্থিত হয়েছিলেন স্বয়ং যুজবেন্দ্র চাহালও। প্রসঙ্গত ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। সম্প্রতি তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। গত ২০ মার্চ ২০২৫ তারিখেই প্রাক্তন এই তারকা জুটির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তার আগে অবশ্য প্রায় ১৮ মাস ধরে আলাদাই থাকছিলেন তাঁরা। বিবাহবিচ্ছেদের দিন চাহালের আইনজীবী নিতিন কুমার গুপ্তা সংবাদ সংস্থা এএনআই-এর কাছে জানিয়েছিলেন যে, আদালত বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে। এখন থেকে আর তাঁরা স্বামী-স্ত্রী নন।
advertisement
4/5
পরে অবশ্য এ-ও জানা গিয়েছে যে, ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকা দিতে রাজি হয়েছেন চাহাল। আসলে উভয়ের সম্মতিক্রমে খোরপোষ হিসেবেই ধনশ্রী ভার্মাকে ৪.৭৫ কোটি টাকা দিতে রাজি হয়েছেন চাহাল। এর মধ্যে ২.৩৭ কোটি টাকা ইতিমধ্যেই প্রাক্তন স্ত্রী দিয়ে দিয়েছেন ক্রিকেট তারকা। তবে বাকি টাকা পরিশোধ না করা হলে সেটিকে আইন অমান্য হিসেবে বিবেচনা করবে পারিবারিক আদালত।
advertisement
5/5
এদিকে কাজের দিক থেকে বেশ সক্রিয় ধনশ্রী ভার্মা। গত সপ্তাহেই নিজের সাম্প্রতিক কাজ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ‘দেখা জি দেখা ম্যায়নে’ নামে একটি মিউজিক ভিডিও-য় কাজ করেছেন তিনি। বিবাহবিচ্ছেদের দিনই সেটি শেয়ার করেছেন ধনশ্রী। বিশ্বাসঘাতকতা এবং টক্সিক সম্পর্কই এই মিউজিক ভিডিও-র মূল বিষয়বস্তু। এদিকে ঠিক ওই সময়ই তাঁর প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালকে দেখা গিয়েছে তাঁর চর্চিত প্রেমিকা আরজে মাহভাশের সঙ্গে। তাঁর একসঙ্গে বসে স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ উপভোগ করছিলেন। এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর জল্পনা।
বাংলা খবর/ছবি/খেলা/
Cricketer's Ex Wife: যুজবেন্দ্র চাহালের থেকে নাকি নেবেন না খোরপোষ, তাই স্বামীর সঙ্গে ডিভোর্সের পর নিলেন সাহসী কাজ করার সিদ্ধান্ত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল