TRENDING:

কাশী গিয়ে কেলেঙ্কারি! শিখর ধাওয়ানের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ

Last Updated:
নিজেই ছবি পোস্ট করে বিপদ ডেকে আনলেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’...
advertisement
1/5
কাশী গিয়ে কেলেঙ্কারি! শিখর ধাওয়ানের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ
হঠাৎ উটকো বিপত্তিতে শিখর ধাওয়ান (Shikhar Dhawan)৷ এই মুহূর্তে বেনারসে(Varanasi) ঘুরছেন শিখর ধাওয়ান৷ বারাণসীতে গিয়ে গঙ্গাবক্ষে নৌ বিহার করেন ধাওয়ান৷ Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
advertisement
2/5
আর বিপত্তির শুরু এরপরেই ৷ এই নৌ বিহারের সময় তিনি পরিযায়ী পাখিদের দানা খাওয়ান! দেশের বিভিন্ন প্রান্তে বার্ড ফ্লু (Bird Flu) ছড়িয়ে পড়েছে ৷ এই অবস্থায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে পাখিদের খাওয়ানোর বিষয়ে৷ শিখর ধাওয়ান নিজেই নিজের সোশ্যাাল হ্যান্ডেলে এই ছবি পোস্ট করার পর দ্রুত গতিতে তা ভাইরাল হয়ে যায়৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
advertisement
3/5
একাধিক নেটিজেন তাঁর এই ছবিতে তাঁকে কটূ কথা শুনিয়েছেন তাঁরা লিখেছেন কী করে বার্ড ফ্লু চলাকালীন এই ধরণের অজ্ঞানতার কাজ কী করে করতে পারেন৷ বারাণসী জেলা প্রশাসনও এই বিষয়টিকে একদম ভালোভাবে নেয়নি৷ এরফলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
advertisement
4/5
জেলাধিকারিক রাজ শর্মা জানিয়েছেন যে নৌকায় করে গঙ্গাবক্ষে তিনি ভ্রমণ করেছিলেন সেটার চালকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তিনি জানিয়েছেন পরিযায়ী পাখিদের এই সময় খাবার দেওয়া নিষেধ রয়েছে৷ কিন্তু ধাওয়ান নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে যে ট্যুইট করেছেন তাতে দেখা যাচ্ছে পরিযায়ী পাখিদের তিনি দানা খাওয়াচ্ছেন৷ এই ছবি খতিয়ে দেখা হচ্ছে৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
advertisement
5/5
এদিকে বারণসী সফরে গিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করেন তিনি৷ এছাড়াও বিশ্ব প্রসিদ্ধ গঙ্গারতিও দেখেন তিনি৷ এই সময় কেউ যেন তাঁকে চিনতে না পারে তাই মাস্ক পরেছিলেন তিনি৷ তারপরেও অবশ্য কিছু লোক তাঁকে চিনে ফেলেন৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
বাংলা খবর/ছবি/খেলা/
কাশী গিয়ে কেলেঙ্কারি! শিখর ধাওয়ানের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল