কাশী গিয়ে কেলেঙ্কারি! শিখর ধাওয়ানের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নিজেই ছবি পোস্ট করে বিপদ ডেকে আনলেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’...
advertisement
1/5

হঠাৎ উটকো বিপত্তিতে শিখর ধাওয়ান (Shikhar Dhawan)৷ এই মুহূর্তে বেনারসে(Varanasi) ঘুরছেন শিখর ধাওয়ান৷ বারাণসীতে গিয়ে গঙ্গাবক্ষে নৌ বিহার করেন ধাওয়ান৷ Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
advertisement
2/5
আর বিপত্তির শুরু এরপরেই ৷ এই নৌ বিহারের সময় তিনি পরিযায়ী পাখিদের দানা খাওয়ান! দেশের বিভিন্ন প্রান্তে বার্ড ফ্লু (Bird Flu) ছড়িয়ে পড়েছে ৷ এই অবস্থায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে পাখিদের খাওয়ানোর বিষয়ে৷ শিখর ধাওয়ান নিজেই নিজের সোশ্যাাল হ্যান্ডেলে এই ছবি পোস্ট করার পর দ্রুত গতিতে তা ভাইরাল হয়ে যায়৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
advertisement
3/5
একাধিক নেটিজেন তাঁর এই ছবিতে তাঁকে কটূ কথা শুনিয়েছেন তাঁরা লিখেছেন কী করে বার্ড ফ্লু চলাকালীন এই ধরণের অজ্ঞানতার কাজ কী করে করতে পারেন৷ বারাণসী জেলা প্রশাসনও এই বিষয়টিকে একদম ভালোভাবে নেয়নি৷ এরফলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
advertisement
4/5
জেলাধিকারিক রাজ শর্মা জানিয়েছেন যে নৌকায় করে গঙ্গাবক্ষে তিনি ভ্রমণ করেছিলেন সেটার চালকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তিনি জানিয়েছেন পরিযায়ী পাখিদের এই সময় খাবার দেওয়া নিষেধ রয়েছে৷ কিন্তু ধাওয়ান নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে যে ট্যুইট করেছেন তাতে দেখা যাচ্ছে পরিযায়ী পাখিদের তিনি দানা খাওয়াচ্ছেন৷ এই ছবি খতিয়ে দেখা হচ্ছে৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
advertisement
5/5
এদিকে বারণসী সফরে গিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করেন তিনি৷ এছাড়াও বিশ্ব প্রসিদ্ধ গঙ্গারতিও দেখেন তিনি৷ এই সময় কেউ যেন তাঁকে চিনতে না পারে তাই মাস্ক পরেছিলেন তিনি৷ তারপরেও অবশ্য কিছু লোক তাঁকে চিনে ফেলেন৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram