মুচমুচে গসিপ, হার্দিকের জীবনে নয়া নারী, বাড়ির লোকের সঙ্গে সারা আলাপ পর্ব
Last Updated:
ফের নয়া নারীতে মজেছেন ভারতীয় ক্রিকেটের পিনআপ বয়
advertisement
1/7

হার্দিকের জীবনের নয়া নারী ৷ এই মুহূর্তে ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটের পিন আপ বয় ৷ তাঁর জীবনে নারী আসতে যেতেই থাকেন ৷ এবার আবার নয়া নারী ৷ সম্প্রতি এক রিয়্যালিটি শ্যো-র নায়িকায় মন মজেছে পান্ডিয়া ছোট ভাইয়ের ৷Photo- File
advertisement
2/7
ভারতীয় ক্রিকেটের পিন আপ বয় হার্দিক পান্ডিয়া ৷ বাইশ গজে পারফরম্যান্সের জন্য যেমন শিরোনামে আসেন তেমনিই বাইশ গজের বাইরের খেলার জন্যেও বিভিন্ন সময়ে শিরোনামে আসেন ৷ Photo Courtesy- Instagram
advertisement
3/7
বলিউডি অভিনেত্রীদের সঙ্গে তাঁর নামও বারবার আলোচনায় আসে ৷ তা সে পরিণীতি চোপড়ার সঙ্গে ট্যুইটারে মেসেজ চালাচালি হক ৷ Photo Courtesy- Instagram
advertisement
4/7
হার্দিক পান্ডিয়ার সঙ্গে অভিনেত্রী এলি আব্রামের সম্পর্ক নিয়েও সংবাদমাধ্যম ও বি টাউনে গুজগুজ -ফিসফাস কম ছিল না ৷ Photo Courtesy- Instagram
advertisement
5/7
উর্বশী রাউতেলা নাকি ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে একের পর এক মেসেজ করছিলেন হার্দিক পান্ডিয়াকে ৷ Photo Courtesy- Instagram
advertisement
6/7
নাতাশ স্টানকোভিট এখন হার্দিকের জীবনের নয়া নারী ৷ রিয়েলিটি ডান্স শোতে মা কালী সেজে একেবারে চমকে দিয়েছিলেন দর্শকদের ৷
advertisement
7/7
নিজের এই গার্লফ্রেন্ডকে ইতিমধ্যেই বাড়ির লোকের সঙ্গে আলাপ করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ ইনিই কী পান্ডিয়ার ফাইনাল চয়েস, বলবে সময় ৷