#CWC2019: বিশ্বকাপের ফাইনালে বিতর্কিত ‘ছয়’ রান দেওয়ার সিদ্ধান্ত ঠিক না ভুল, কী বলছে আইসিসি-র নিয়ম
Last Updated:
advertisement
1/5

বিশ্বকাপ ফাইনালে ছ রান দেওয়া নিয়ে ধর্মসেনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উত্তাল ৷ কী নিয়ম , ঠিক ছিল না ভুল ছিল এইসব নিয়ে প্রচুর আলোচনা -সমালোচনা ৷ আইসিসি -র অন্যতম তারকা আম্পায়ার সাইমন টফেল জানিয়েছেন কুমারা ধর্মসেনা -র সিদ্ধান্ত ভুল ছিল ৷ এটাকে বলেছেন ‘এরর অফ জাজমেন্ট’৷
advertisement
2/5
আম্পায়ররা কী ৬ রান দিতে পারেন নাকি তাঁর সবচেয়ে বেশি পাঁচ রান দেওয়ার ক্ষমতা রয়েছে ৷ আইসিসি-র নিয়ম অনুসারে তাদের পাঁচ রান দেওয়ার অধিকার ছিল ৷
advertisement
3/5
স্টোকসের ব্যাটে লেগে যে বল বাউন্ডারি পেরিয়ে গিয়েছিল তারজন্য ধর্মসেনা ৬ রান দিয়েছিলেন ইংল্যান্ডকে ৷ যেটা আসলে ৫ রান ৷সাইমন টফেল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এটা একটা পরিষ্কার ভুল, সিদ্ধান্ত নেওয়ার ভুল ৷ ওই সময়ে যে উত্তেজনা চলছিল সেই সময় ভাবা হয়েছে ব্যাটসম্যান এন্ডটা কমপ্লিট করে নিয়েছে ৷ ’
advertisement
4/5
ওই ঘটনা যখন ঘটছে তখন আম্পায়রদের দেখতে হয় রান কমপ্লিট হল কিনা, বলটা কখন পিক হল কীভাবে ছোঁড়া হল ৷ ইংল্যান্ড, নিউজিল্যান্ড দু‘জনের জন্যেই খারাপ যে ম্যাচের সিদ্ধান্ত আম্পায়রের ওপর নির্ভর করল ৷ ’
advertisement
5/5
১৯.৮ আইসিসি-র নিয়ম অনুযায়ি ইচ্ছাকৃতভাবে হচ্ছে না ফিল্ডারের কাজের ফল ৷ নিয়মটিতে যা লেখা আছে "If the boundary results from an overthrow or from the wilful act of a fielder, the runs scored shall be any runs for penalties awarded to either side and the allowance for the boundary and the runs completed by the batsmen, together with the run in progress if they had already crossed at the instant of the throw or act."