advertisement
1/6

ফাইনালের বিতর্কিত ছ রান নিয়ে কথা হচ্ছে সারা বিশ্ব জুড়ে ৷ অথচ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিল ৷ Photo -File
advertisement
2/6
ফাইনালে বেন স্টোকসের ব্যাটে বল লেগে বাউন্জারি হয়ে গিয়েছিল ৷ তার সঙ্গে তাঁরা দৌড়ে যে রান নিয়েছেন তার চেয়েও এক রান বেশি দেওয়া হয়েছিল ৷ এই এক রান বেশি দেওয়া না হলে ফলাফল অন্য হতে পারত ৷
advertisement
3/6
সেই রান আউট নিয়ে আম্পায়র ভুল সিদ্ধান্ত নিয়েছেন এই কথাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে ৷ আইসিসি-র নিয়মকে ভুল ব্যাখ্যা করে এই রান দিয়েছেন ফিল্ড আম্পায়র কুমার ধর্মসেনা ৷
advertisement
4/6
আইসিসি -মুখপাত্র অস্ট্রেলিয়ান সংবাদমধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মাঠে আম্পায়ার যা সিদ্ধান্ত নেন সেই বিষয়ে জনসমক্ষে মন্তব্য আইসিসি করবে না ৷
advertisement
5/6
পাঁচবার আইসিসি-র সেরা আম্পায়র নির্বাচিত হওয়া সাইমন টফেল বলেছিলেন অনফিল্ড আম্পায়র আইসিসি- নিয়মাবলীর ,সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছেন ৷
advertisement
6/6
এই মন্তব্যের জবাবে আইসিসি -র মুখপাত্র জানিয়েছেন আইসিসি নিয়মাবলীতে যা নিয়ম লেখা আছে অন ফিল্ড আম্পায়র নিজের নিজের মতো করে তার বোধ কাজে লাগায় ৷ তা নিয়ে আইসিসি -র মত দেওয়া কাজ নয় ৷