TRENDING:

#CWC2019: ২৩ বছরের অপেক্ষা শেষে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে ইংল্যান্ড

Last Updated:
advertisement
1/7
#CWC2019:  ২৩ বছরের অপেক্ষা শেষে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে ইংল্যান্ড
পারফেক্ট ফাইনাল হয়তো একেই বলে ৷ এমন রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনাল এর আগে দেখেনি ক্রিকেটবিশ্ব ৷
advertisement
2/7
প্রথমে টাই তারপর ম্যাচের নিষ্পত্তি হল না সুপার ওভারেও ৷ কারণ সেখানেও টাই ৷ (Image: Reuters)
advertisement
3/7
ম্যাচ জিততে সুপার ওভারে ১৬ রান করতেই হত নিউজিল্যান্ডকে ৷ কিন্তু সেখানেও দুর্ভাগ্য ব্ল্যাক ক্যাপসদের ৷ ১৫ রানে থামল তারা ৷ (Image: Reuters)
advertisement
4/7
শেষপর্যন্ত বেশি বাউন্ডারি মারার সুবাদে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব গেল ইংল্যান্ডের দখলে ৷ (Image: Reuters)
advertisement
5/7
দীর্ঘ দেড় মাসের ক্রিকেটের বিশ্বযুদ্ধ শেষ। ফাইনালে ম্যাচের সেরা বেন স্টোকস। টুর্নামেন্ট সেরা কেন উইলিয়ামসন। (Image: Reuters)
advertisement
6/7
দুর্ভাগ্য নিউজিল্যান্ডের। গত বারও ফাইনালে পৌঁছেছিল তারা। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। এ বারও ফাইনালে পৌঁছে শেষপর্যন্ত ইংল্যান্ডের কাছে হার মানতে হল তাঁদের। (Image: Reuters)
advertisement
7/7
তেইশ বছরের অপেক্ষা শেষ। আগামী চার বছর বিশ্ব ক্রিকেটের রং নীল। গত চার বছরের পরিশ্রম আজ বিশ্বকাপ। ম্যাচ শেষে দাবি বিশ্বজয়ী ইংরেজ নেতা ইওন মর্গ্যানের। (Image: Reuters)
বাংলা খবর/ছবি/খেলা/
#CWC2019: ২৩ বছরের অপেক্ষা শেষে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে ইংল্যান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল