KKR News: দিল্লির বিরুদ্ধে কেকেআরে বড় বদল! বাদ পড়ছেন মহাতারকা? তৈরি বদলি প্লেয়ার! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: পরপর ২ ম্যাচ জিতে আইপিএলে দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৩ এপ্রিল কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দলের তারকা প্লেয়ারের বাদ পড়া নিয়ে জল্পনা।
advertisement
1/8

পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৩ এপ্রিল কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। পরের ম্যাচে কেকেআর দলে হতে পারে বড় পরিবর্তন।
advertisement
2/8
অনেক আশা করে নিলামের অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারের রেকর্ডও গড়েন স্টার্ক।
advertisement
3/8
মরশুম শুরুর আগেই মিচেল স্টার্ককে দলের সেরা এক্স ফ্যাক্টর বলে দিয়েছিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। কিন্তু প্রথম দুই ম্যাচে অজি পেস বোলারের পারফরম্যান্স হতাশ করেছে সকলকে।
advertisement
4/8
প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৪ ওভার দিয়েছেন ৪৭ রান। ২ ম্যাচে ৮ ওভারে ১০০ রান দিলেও উইকেটের খাতা খুলতে পারেননি।
advertisement
5/8
পরপর ২ ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর কেকেআরের ফ্যানেরা রেগে লাল। ইতিমধ্যেই স্টার্ককে দল থেকে বসানোর দাবিও তুলেছেন অনেকে। প্রায় ২৫ কোটি টাকা দিটে স্টার্ককে কেনা বেকার বলেও মনে করছেন ফ্যানেদের একটা অংশ।
advertisement
6/8
দলের পেস অ্যাটাকের প্রধান অস্ত্র হিসেবে স্টার্ককে নিয়েছিল কেকেআর। সেই জায়গায় ভাল বোলিং করছেন মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইজে কেনা হর্ষিত রানা। কিন্তু স্টার্কের ফর্ম নিয়ে একটু চিন্তা বাড়ছে নাইট শিবিরে।
advertisement
7/8
কেকেআরের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসর বিরুদ্ধ। সেই ম্যাচে স্টার্ককে খেলানো হবে কিনা এখন সেটাই দেখার। স্টার্ক ছাড়া কেকেআর স্কোয়াডে বিদেশী পেসার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে তৈরি তিনিও।
advertisement
8/8
তবে, কেকেআর সূত্র খবর, এখনই স্টার্কর উপর আস্থা হারাতে চাইছ না টিম ম্যানেজমেন্ট। আর মিচেল স্টার্কের মত বোলার কীভাবে কামব্যাক করতে হয় তা ভাল করে জানেনয তবে দিল্লির বিরুদ্ধে দল থাকল স্টার্ককে কঠিন পরীক্ষা দিতে হবে সেই কথা বলাই যায়।