সৌদি আরবের আইনে রোনাল্ডো-জর্জিনার সম্পর্ক অবৈধ, শাস্তি হবে কি সিআরসেভেনের
- Published by:Sudip Paul
Last Updated:
সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ মহাতারকাকে রাজকীয়ভাবে স্বাগত জানাল তার নতুন ক্লাব। কিন্তু সৌদিতে পা রেখেই সেদেশর আইন ভাঙার অভিযোগ রোনাল্ডোর বিরুদ্ধে।
advertisement
1/7

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি। মঙ্গলবার রাতে আল নাসেরে প্রথমবার পা রাখেন রোনাল্ডো। ৩০ হাজার দর্শকের সামনে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয় সিআরসেভেনকে।
advertisement
2/7
কিন্তু সৌদি আরবের পা রেখেই সে দেশের আইন ভেঙে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন। কারণ সৌদি আরবে আইন অনুযায়ী সে দেশে বিবাহ বহির্ভত কোনও সম্পর্ককে অবৈধ ও বেআইনি বলে গণ্য করা হয়।
advertisement
3/7
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াধে নিজের সঙ্গে নিয়ে গিয়েছেন নিজের বান্ধবী জর্জিনা রড্রিগেজ ও তার সন্তানদের। রোনল্ডোর সঙ্গে এখনও বিয়ে হয়নি জর্জিনার। রয়েছেন সন্তানও। ফলে সৌদি আরবের আইন অনুযায়ী তা অপরাধ। তাহলে কী কোনও শাস্তি হতে পারে সিআরসেভেনের।
advertisement
4/7
তবে সৌদি আরবের আইনজ্ঞদের মতে এ ব্যাপারে কোনও সমস্যা হবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সৌদির আইনে বিবাহ-বহির্ভূত সম্পর্ক অপরাধ হলেও সেটা নিজেদের দেশের জনগণের জন্য। বিদেশী নাগরিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
advertisement
5/7
প্রসঙ্গত, রিয়াধের আল মুহম্মাদিয়াতে সপরিবার থাকবেন রোনাল্ডো। আট শয্যার মহল তৈরি করা হয়েছে রোনাল্ডোর জন্য। তৈরি করা হচ্ছে আলাদা শপিং মলও। থাকবে অলিম্পিক্সের মানের ব্যক্তিগত সুইমিংপুল। এ ছাড়াও কম্পাউন্ডের মধ্যেই থাকবে জিম, ক্লিনিক ও শপিংমল।
advertisement
6/7
ইউরোপে থেকে অভ্যাস। সৌদি আরবের গরমে যাতে রোনাল্ডোর কষ্ট না হয় সেই কারণে পাম গাছ দিয়ে মরুভূমি ঘেরা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এসিও ব্যবহার করা হচ্ছে। রোনাল্ডোর সন্তানদের পড়াশোনার জন্য আল নাখিলের রয়েছে একাধিক আন্তর্জাতিক স্কুল।
advertisement
7/7
আড়াই বছরের জন্য আল নাসেরের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি সই করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন পর্তুগীজ মহাতারকা।