Ind vs SL: ‘বলিউড অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক, গায়ে ট্যাটু’- এইগুলোই কারণ রতুরাজের দলে সুযোগ না পাওয়ার, মোক্ষম বোমা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs SL: ভারতীয় দল নির্বাচনে এ কোন রাজনীতির ছায়া, প্রাক্তন ক্রিকেটার অভিনেত্রী নিয়ে এ কী বড় কথা বলে দিলেন৷
advertisement
1/10

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং একদিনের সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছে গেছে ভারতীয় দল৷ কোচ গম্ভীরের এটা প্রথম পরীক্ষা৷ নিজের পছন্দের দল নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন গোতি৷ ২৭ জুলাই শুরু হবে, দ্বিতীয় ম্যাচ ২৮ জুলাই এবং তৃতীয় ম্যাচ ৩০ জুলাই। ওয়ানডে সিরিজ শুরু হবে ২ অগাস্ট, এরপর দ্বিতীয় ওয়ানডে ৪ অগাস্ট এবং তৃতীয়টি ৭ অগাস্ট।
advertisement
2/10
তবে এবারের দল নির্বাচন হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটের সব মহলেই চলছে বড়সড় তোলপাড়৷ ভারতীয় পেসার মহম্মদ শামি একাদশে নির্বাচিত না হওয়া, এছাড়াও জিম্বাবোয়ে সিরিজে একাধিক তরুণ প্লেয়ারের দারুণ পারফরম্যান্সের পরেও তাঁদের শ্রীলঙ্কা সফরে দলে জায়গা না দেওয়ায় প্রচুর জলঘোলা শুরু হয়েছে৷
advertisement
3/10
এরই মধ্যে রতুরাজ গায়কোয়াড় সুযোগ না পাওয়ার প্রশ্নের উত্তরে বোমা ফাটিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার৷ তিনি বলেছেন “কখনও কখনও মনে হয় আপনার ব্যাড বয় ইমেজ দরকার যখন রিঙ্কু সিং, রুতুরাজ গায়কওয়াড় এবং অন্যদের ভারতীয় দলে নির্বাচিত করা হয় না। দেখে মনে হয় আপনার কিছু বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থাকা দরকার, একজন ভাল মিডিয়া ম্যানেজার থাকা দরকার এবং শরীরে ট্যাটু করা দরকার৷’’
advertisement
4/10
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুব্রহ্মমনিয়ম বদ্রীনাথ তাঁর ইউটিউব চ্যানেল, ক্রিক ডিবেট উইথ বদ্রিতে এই কথা বলেছেন৷
advertisement
5/10
টিম ইন্ডিয়া স্কোয়াডের এবারের দল নির্বাচন নিয়ে তোলপাড় যেমন ক্রিকেট মহলে ঠিক তেমনিই নেটিজেনরা এই বিষয়ে একমত হয়েছেন। একজন নেটিজেন বলেছেন, "রুতুরাজের জন্য ন্যায়বিচার বিসিসিআইয়ের রাজনীতি রুতুরাজ এবং নাট্টুর জন্য।
advertisement
6/10
অন্য একজন বলেছেন, "রুতুরাজ গায়কওয়াড় ভবিষ্যতে বিরাট কোহলির মতো সমস্ত ফর্ম্যাটের খেলোয়াড়" -#Justice for Ruthuraj Gaikwad, অন্য কেউ লিখেছেন।
advertisement
7/10
আসলে রতুরাজকে নিয়ে কোনও গসিপ নেই, তাঁর গ্ল্যামারের প্রতি কোনও আকর্ষণ নেই৷ তাঁর সঙ্গে কোনও অভিনেত্রীর সম্পর্ক নিয়ে কোনও গুপচুপ নেই, না তিনি নিজের লুক নিয়ে ভাবনা চিন্তা করেন৷ তিনি যদি কিছু করেন তাহলে সেটা ক্রিকেটটা মন দিয়ে খেলেন৷
advertisement
8/10
বদ্রীনাথের হিসেবমতো আসলে বিসিসিআইয়ের অন্দরমহলে এত রাজনীতি চলে যে এই গুণগুলির চেয়ে ওই অন্য ধরণের গুণগুলিতেই বোধহয় নির্বাচকরা ও ম্যানেজমেন্ট জোর দেয়৷
advertisement
9/10
এছাড়াও কথা উঠেছে নটরাজন, সাই সুদর্শন, বরুণ চক্রবর্তীর সিলেকশন না হওয়া নিয়েও৷ "নটরাজন, সাই সুদর্শন, বরুণ চক্রবর্তীর জন্য ন্যায় (নাট্টু, বরুণ পার্পল ক্যাপ তালিকার টপ থ্রি তে ছিলেন, সাই অরেঞ্জ ক্যাপের তালিকায় টপ থ্রি তে ছিলেন)"
advertisement
10/10
বদ্রীনাথ আরও বলেছেন, “গম্ভীর ধোনিকে পছন্দ করেন না। এই কারণেই সে রুথুকে দূরে সরিয়ে দিচ্ছে?’’ তিনি আরও বলেছেন, ‘‘যদি ফিটনেস গুরুত্বপূর্ণ হয় তবে কেন হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উপাচার্য ছিলেন এটি সম্পূর্ণ রাজনীতি এমনকি রুতু নিজেকে প্রমাণ করেছেন কিন্তু বাদ পড়েছেন, এটি সবচেয়ে খারাপ টিম সিলেকশন৷"