TRENDING:

Commonwealth Games 2022: গেমস ভিলেজে মজুদ থাকছে দেদার কন্ডোম, প্রতি খেলোয়াড় পিছু সংখ্যা ২৩ টি কন্ডোম

Last Updated:
গত বছর জাপান অলিম্পিক্সের সময় ১ লক্ষ ৬০ হাজার কন্ডোম দেওয়া হয়েছিল, সেখানের থেকে এই মুহূর্তে কমনওয়েলথ গেমসে ১ লক্ষ ৫০ হাজার কন্ডোম দেওয়া হবে৷
advertisement
1/5
গেমস ভিলেজে মজুদ থাকছে দেদার কন্ডোম, প্রতি খেলোয়াড় পিছু সংখ্যা ২৩ টি কন্ডোম
#বার্মিংহ্যাম: গেমস ভিলেজে শুধু অ্যাথলিটই থাকেন এই ধারণা রাখেন, তাহলে ভুল ৷ গেমস ভিলেজে অ্যাথলিটদের খাওয়াদাওয়া , অনুশীলনের পাশাপাশি তাঁদের জন্য রাখা থাকে কন্ডোমও৷  কোনও গেমস ভিলেজই এর ব্যতিক্রম নয়৷ এবারের বার্মিংহ্যাম সিটিতে আয়োজিত হতে চলা কমনওয়েলথ গেমসেও নজর কাড়তে হাজির থাকছে কন্ডোম৷
advertisement
2/5
ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যাম এবং ইউনিভার্সিটি অফ ওয়ারউইককে গেমস ভিলেজ হিসেবে দেওয়া হয়েছে৷ এবারের কমনওয়েল গেমস খেলা শুরু হবে আর দিন তিনেকের মধ্যেই৷  সেই ক্ষেত্রে গেমস ভিলেজে প্লেয়ারদের যৌনজীবনও বড় আলোচনার বিষয় হতে পারে৷
advertisement
3/5
প্রতিটা সাইটের জন্য ৫০ হাজার করে কন্ডোম দেওয়া হবে এমনটাই জানিয়েছে বার্মিংহ্যাম সিটি কাউন্সিল হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের পরামর্শ মত৷ দেড় লক্ষ কন্ডোম থাকলেও কাউন্সিলর পল টিসলে জানিয়েছেন এটা এমন কিছু বড় সংখ্যায় নয়৷ এবারের কমনওয়েলথ গেমসে মোট ৬৫০০ অ্যাথলিট  অংশ নিচ্ছেন৷
advertisement
4/5
এবারের কমনওয়েলথ গেমস ২৮ জুলাই থেকে অগাস্টের ৮ তারিখ অবধি চলার কথা৷ যে পরিমাণ কন্ডোম দেওয়া হচ্ছে  তাতে ২৩ টি কন্ডোম প্রতি খেলোয়াড় পিছু দেওয়া হবে৷
advertisement
5/5
 গত বছর জাপান অলিম্পিক্সের সময় ১ লক্ষ ৬০ হাজার কন্ডোম দেওয়া হয়েছিল, সেখানের থেকে এই মুহূর্তে কমনওয়েলথ গেমসে ১ লক্ষ ৫০ হাজার কন্ডোম দেওয়া হবে৷
বাংলা খবর/ছবি/খেলা/
Commonwealth Games 2022: গেমস ভিলেজে মজুদ থাকছে দেদার কন্ডোম, প্রতি খেলোয়াড় পিছু সংখ্যা ২৩ টি কন্ডোম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল