Asian Games 2023 Opening Ceremony: চোখ ধাঁধানো প্রযুক্তির ব্যবহার, এশিয়ান গেমসের উদ্বোধনে বিশ্বকে তাক লাগাল চিন, রইল সেরা ১০টি ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023 Opening Ceremony: আনুষ্ঠানিক উদ্বধন হল এশিয়ান গেমসের ২০২৩। যদিও ১৯ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছিল ফুটবল, ক্রিকট সহ একাধিক ইভেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে যে চিন অবাক করা কিছু করতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। আর মূল অনুষ্ঠানে গোটা বিশ্বকে তাক লাগাল চিন।
advertisement
1/10

আনুষ্ঠানিক উদ্বধন হল এশিয়ান গেমসের ২০২৩। যদিও ১৯ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছিল ফুটবল, ক্রিকট সহ একাধিক ইভেন্ট।
advertisement
2/10
উদ্বোধনী অনুষ্ঠানে যে চিন অবাক করা কিছু করতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। আর মূল অনুষ্ঠানে গোটা বিশ্বকে তাক লাগাল চিন।
advertisement
3/10
চিনের হাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এশিয়ান গেমসের উদ্বোধনেও দেখা গেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। যা সত্যিই কল্পনাতীত।
advertisement
4/10
উন্নত প্রযুক্তি, চোখ ধাঁধানো লেজার শো, থ্রি ডি প্রযুক্তি, এআইয়ের ব্যবহার কোনও কিছুই বাদ রাখেনি চিন এশিয়ান গেমস ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে।
advertisement
5/10
ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলতে শুরু করেছে বিগত কয়েক দশকে আয়োজিত এশিয়ান গেমসগুলির মধ্যে সবচেয়ে ভাল উদ্বোধনী অনুষ্ঠান দেখা গেল শনিবার হাংঝাউ।
advertisement
6/10
এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে আতসবাজির ব্যবহার করা হয়নি। পরিবেশ সচেতনতার কথা ভেবেই এই সিদ্ধন্ত নেওয় হয়েছে।
advertisement
7/10
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং, এশিয়ার অলিম্পিক্স সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি রণধীর সিং, আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার সভাপতি টমাস বাখ।
advertisement
8/10
থ্রি ডি প্রযুক্তি দারুণ ভাবে ব্যবহার করা হয় অনুষ্ঠানে। আলোর শোয়ে লেজ়ার দিয়েই বিভিন্ন নকশা, ঝরনা ফুটে উঠল স্টেডিয়ামে। যা সকলকে তাক লাগিয়ে দেয়।
advertisement
9/10
ভারতের হয়ে মার্চপাস্টে পতাকা বহন করলেন হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং লভলিনা বরগোঁহাই। মোট ১০০ জন ক্রীড়াবিদ ও কর্তারা অংশ নেন অনুষ্ঠানে।
advertisement
10/10
এবার এশিয়ান গেমসে ৩৫টি খেলায় ভারতের মোট ৬৫৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৩২৮ জন পুরুষ ও ৩২৫ জন মহিলা।