TRENDING:

Chetan Sharma controversial sting: চেতনের বিরাট বোমা, সৌরভ-বিরাট সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি,টালমাটাল BCCI

Last Updated:
Chetan Sharma controversial sting: বিস্ফোরক চেতন শর্মা, দাদা ও বিরাট নিয়ে চাঞ্চল্যকর দাবি
advertisement
1/5
চেতনের বিরাট বোমা, সৌরভ-বিরাট সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি,টালমাটাল BCCI
ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক চেতন শর্মার স্টিং অপারেশন নিয়ে গোটা ক্রিকেট জগতে একেবারে টালমাটাল অবস্থা। নিজের সেই কথায় চেতন শর্মা বিরাট কোহলিকে মিথ্যুক বলে তকমা দিয়েছেন। বিরাটের হাত থেকে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছিনিয়ে নিয়ে রোহিত শর্মার হাতে তুলে দেওয়ার সময় ও তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একেবারে সোজাসাপ্টা নিজের মত দিয়েছেন। চেতন শর্মা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আদৌ বিরাট কোহলিকে পছন্দ করতেন না।
advertisement
2/5
 চেতন শর্মার স্টিং অপারেশনে জানিয়েছেন , ‘‘ক্রিকেটার ও বিসিসিআইয়ের মধ্যে কোনও বিতর্ক খুবই মারাত্মক। কারণ এরকম হলে বিসিসিআই ও ক্রিকেটারদের মধ্যে লড়াই লেগে যেতে পারে।’’  তিনি আরও বলেন , ‘‘পুরো ঘটনায় কে ভুল, কে ঠিক এই নিয়ে পরে কথা হতে পারে৷ এটা বিসিসিআইয়ের ওপর সরাসরি হামলা হবে৷ ক্রিকেটারদেরও পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এই অবস্থায় শুধুমাত্র তাঁদের ক্ষতি হয়৷ ’’
advertisement
3/5
প্রধান নির্বাচক বলেন, ‘‘বিরাট কোহলির মনে হয় তাঁর অধিনায়কত্ব বিসিসিআই প্রেসিডেন্টের জন্য গেছে৷ সিলেকশন কমিটির ভিডিও কনফারেন্সে মোট ৯ জন সদস্য থাকেন৷ সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের পরিষ্কার জানিয়ে দেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার আগে একবার ভেবে নাও, কিন্তু তিনি এই বিষয়ে কিছুই শোনেননি৷ আমি ছাড়াও মিটিংয়ে অন্য লোক ছিল , সকলেই বিসিসিআই নির্বাচন কমিটির সঙ্গে যুক্ত লোকজন ছিলেন৷’’
advertisement
4/5
চেতন শর্মা বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলন ছিল দল নিয়ে৷ যেটা বিরাটের অধিনায়কত্ব নিয়ে এসে যায়৷ এটা আমার জানা নেই৷ খুব সম্ভবত উনি এটা জেনে বুঝেই করছিলেন৷ সত্যি এটাই কি বিরাট কোহলি মিথ্যা বলছিলেন৷ গঙ্গোপাধ্যায় ওকে বলেছিলেন এই বিষয়ে চিন্তাভাবনা করতে৷ বিরাট মিথ্যা কথা বলেছিলেন যা কেউ জানে না৷ এটা একটা বিতর্কিত ব্যাপার হয়ে যায়৷ এটাকে বোর্ড বনাম প্লেয়ার করে দেওয়া হয়৷
advertisement
5/5
‘‘তিনি এটা মিথ্যা বলেছিলেন ,তাঁর হয়ত মনে হয় তাঁর অধিনায়কত্ব যাওয়ার পিছনে সৌরভের হাত রয়েছে, এটা বলা যায় না নির্বাচকরা ওনার সঙ্গে ছিলেন৷’’ চেতন শর্মা আরও বিতর্ক উসকে দিয়ে বলেছেন, ‘‘সিলেক্টরার রোহিত শর্মার সঙ্গে ছিলেন এটা ভুল কথা, আমরা শুধু বিরাট কোহলির বিরুদ্ধে ছিলাম৷ এটা বলবেন না সৌরভ রোহিতের সঙ্গে ছিলেন, আপনারা এটা বলতে পারেন সৌরভ বিরাটের বিরুদ্ধে ছিলেন৷’’
বাংলা খবর/ছবি/খেলা/
Chetan Sharma controversial sting: চেতনের বিরাট বোমা, সৌরভ-বিরাট সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি,টালমাটাল BCCI
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল