Chess World Cup Final 2023 Prize Money: দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে প্রজ্ঞানন্দ কত টাকা পাবেন? রানার্সের কত লক্ষ্মীলাভ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Chess World Cup Final 2023 Prize Money: অন্যান্য প্রতিযোগিতার মতই দাবা বিশ্বকাপের ফাইনাল জিতলে কত কোটি টাকা পাওয়া যায় আর ফাইনালে হারলেই বা কত লক্ষ্মীলাভ হয়? তা জানার কৌতুহল রয়েছে ক্রীড়া প্রেমিদের মধ্যে। বিশেষ করে যেখানে ভারতীয় খেলোয়ার ফাইনালে।
advertisement
1/6

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে নয়া ইতহাস রচনা করেছেন আর প্রজ্ঞানন্দ। ফাইনালে বিশ্বের পয়লা নম্বর ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছেন তিনি।
advertisement
2/6
অন্যান্য প্রতিযোগিতার মতই দাবা বিশ্বকাপের ফাইনাল জিতলে কত কোটি টাকা পাওয়া যায় আর ফাইনালে হারলেই বা কত লক্ষ্মীলাভ হয়? তা জানার কৌতুহল রয়েছে ক্রীড়া প্রেমিদের মধ্যে। বিশেষ করে যেখানে ভারতীয় খেলোয়ার ফাইনালে।
advertisement
3/6
দাবা বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য রাখা হয়েছে ১৫ কোটি টাকা। যা প্রথম রাউন্ডে বাদ পড়া প্রতিযোগি থেকে একেবারে ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স খোলোয়ার মধ্যে ভাগ করে দেওয়া হয়। সবথেকে বেশি শতাংশটা ফাইনালিস্টদের জন্যই বরাদ্দ থাকে।
advertisement
4/6
প্রথম রাউন্ডে বাদ পড়া থেকে শুরু হয়ে রাউন্ড যত বাড়ে পুরস্কার মূল্যও বাড়তে থাকে। আর যে দাবা খেলোয়ার প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করেছেন তিনি পেয়েছেন ৫০ লক্ষ্য টাকা। আর যে চতুর্থ হয়েছে তিনি পেয়েছেন ৪১ লক্ষ্য টাকা।
advertisement
5/6
এবার জানা যাক ফাইনালে জয়ী ও রানার্সআপ খোলয়ার কত টাকা পাবেন। ফাইনালে প্রজ্ঞানন্দ যদি কার্লসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তিনি পাবেন লক্ষ টাকা। আর ফাইনালে যে রানার্সআপ হবে তিনি পাবেন ৬৬ লক্ষ টাকা।
advertisement
6/6
প্রসঙ্গত, এর আগে একাধিকবার কার্লসেনকে হারানোর অভিজ্ঞতা রয়েছে ভারতীয় গ্র্যান্ডমাস্টারের। তবে এত বড় মঞ্চে এই প্রথমবার। তবে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে আত্মবিশ্বাসী প্রজ্ঞা। দাবায় নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ।