TRENDING:

MS Dhoni: ধোনির পায়ে চোট! খেলবেন না বাকি আইপিএল? ভাইরাল ছবি ঘিরে তোলপার

Last Updated:
MS Dhoni: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর এমএস ধোনির দুটো ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে উদ্বেগ বাড়ল চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি ফ্যানেদের।
advertisement
1/6
MS Dhoni: ধোনির পায়ে চোট! খেলবেন না বাকি আইপিএল? ভাইরাল ছবি ঘিরে তোলপার
দিল্লির বিরুদ্ধে দলক জেতাতে না পারলেও ১৬ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলে সকলের মন জয় করে নিয়েছেন সিএসকের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি।
advertisement
2/6
কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর এমএস ধোনির দুটো ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে উদ্বেগ বাড়ল চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি ফ্যানেদের।
advertisement
3/6
ছবিতে দেখা গিয়েছে ধোনির পায়ের কাফ মাসেলে আইসপ্যাক বাঁধা রয়েছে। হাঁটতেও একটু সমস্যা হচ্ছিল ধোনির। জল্পনা শুরু হয়ে যায় তাহলে কী চোট রয়েছে ধোনির? আগামী ম্যাচে কি খেলতে পারবেন মাহি?
advertisement
4/6
ম্যাচ শেষে চেন্নাই ও দিল্লির কয়েক জন ক্রিকেটারের সঙ্গে এমএস ধোনিকে কথা বলতে দেখা যায়। মাঠকর্মীদের সঙ্গে ছবিও তোলেন ধোনি। সেই সময়ই দেখা যায় ধোনির পায়ে আইসপ্যাক রয়েছে। (Photo - CSK X)
advertisement
5/6
গতবার আইপিএলে হাঁটুতে ব্যথা নিয়ে খেলেছিলেন ধোনি। চ্যাম্পিয়ন হওয়ার পর করেছিলন অস্ত্রোপচারও। এবারও ধোনির প্যাকেস আইসপ্যাক দেখায় আশঙ্কায় ফ্যানেরা।
advertisement
6/6
যদিও সিএসকের তরফ থেকে কোনও খারাপ খবর দেওয়া হয়নি এখনও। সূত্রের খবর, ধোনির প্রতিযোগিতায় খেলা নিয়ে কোনও সমস্যা নয়।
বাংলা খবর/ছবি/খেলা/
MS Dhoni: ধোনির পায়ে চোট! খেলবেন না বাকি আইপিএল? ভাইরাল ছবি ঘিরে তোলপার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল