MS Dhoni: ৪২ বছরেও ধোনি গড়লেন এমন রেকর্ড, যা বিশ্বে কোনও ক্রিকেটারের নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: বয়স ৪২ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৪ বছর। ক্রিকেট কেরিয়ারের একেবারে বিদায় লগ্নে চলে এসেছেন। তারপরও এমএস ধোনির জনপ্রিয়তায় এত টুকু ভাঁটা পড়েনি। তেমনই ভাঁটা পড়নি মাহির রেকর্ড গড়াতেও।
advertisement
1/5

বয়স ৪২ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৪ বছর। ক্রিকেট কেরিয়ারের একেবারে বিদায় লগ্নে চলে এসেছেন। তারপরও এমএস ধোনির জনপ্রিয়তায় এত টুকু ভাঁটা পড়েনি।
advertisement
2/5
তেমনই ভাঁটা পড়নি মাহির রেকর্ড গড়াতেও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নেমে এমন একটি রেকর্ড গড়লেন এমএস ধোনি, যা টি-২০ ক্রিকেটে বিশ্ব আর কোনও ক্রিকেটারর নেই।
advertisement
3/5
বিশ্বে প্রথম ক্রিকেটারের টি-২০ উইকেটকিপার হিসেবে ৩০০তম শিকার করলেন এমএস ধোনি। উইকটের পিছনে ধোনির ৩০০ শিকারের মধ্যে রয়েছে ২১৩টি ক্যাচ এবং ৮৭টি স্টাম্প।
advertisement
4/5
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার বলে পৃথ্বী শয়ের ক্যাচ ধরার পরেই ৩০০ শিকার পূর্ণ হয় ধোনির। এই তালিকায় ধোনি আগে থেকেই শীর্ষে ছিলেন। দ্বিতীয় স্থানে কামরান আকমলর শিকার ২৭৪।
advertisement
5/5
প্রসঙ্গত, দিল্লি বিরুদ্ধে দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতেও চমক দেখিয়েছেন এমএস ধোনি। ১৬ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলেছেন মাহি। ৩টি ছয় ৪টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস।