CSK vs SRH: হারতে হারতে কোণঠাঁসা চেন্নাই, আইপিএলে এবার ধোনির ম্যাজিক কোথায়?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
CSK vs SRH: জাদেজার নেতৃত্বে সিএসকের ভরাডুবি। চার ম্যাচে হার।
advertisement
1/5

মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাইয়ের ক্যাপ্টেন নেই. তবুও তিনিই যে বকলমে অধিনায়ক, তা আর বলে দিতে হয় না। জাদেজাকে পদে পদে পরামর্শ দিচ্ছেন তিনি। তবুও চেন্নাইয়ের দুরবস্থা কাটছে না এবার।
advertisement
2/5
আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার হারল সানরাইজার্সের কাছে। পর পর চারটি ম্যাচ হারল সিএসকে।
advertisement
3/5
রবীন্দ্র জাদেজার ক্যাপ্টেন্সিতে এখনও একটিও ম্যাচ জেতেনি সিএসকে। এদিন প্রথমে ব্যাট করে চেন্নাই সাত উইকেটে তোলে ১৫৪ রান।
advertisement
4/5
সানরাইজার্সের অভিষেক শর্মা ৫০ বলে ৭৫ রান করলেন। ১৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতল সানরাইজার্স।
advertisement
5/5
অভিষেক শর্মার দৌলতে এই ম্যাচ জিতে ফের অক্সিজেন পেয়ে গেল হায়দরাবাদ। তারাও আগে ২টি ম্যাচ হেরে ধুঁকছিল।