TRENDING:

হেরে বাংলাদেশের বিরাট অভিযোগ, ভারতের তারকা বোলার বল ছোড়ে! নতুন 'নাটক'

Last Updated:
Ind vs Ban in Champions Trophy- একটি পেজ থেকেই অক্ষর প্যাটেলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করা হয়েছে। অর্থাৎ এবারও হেরে গিয়ে নতুন অজুহাত বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের!
advertisement
1/6
হেরে বাংলাদেশের বিরাট অভিযোগ, ভারতের তারকা বোলার বল ছোড়ে! নতুন 'নাটক'
প্রতিবারই তাদের আশা থাকে, এবার ভারতের বিরুদ্ধে জিতবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের সে আশায় বারবার জল পড়ে। এবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও সেটাই হল।
advertisement
2/6
দুবাইয়ে বাংলাদেশের একটিই ম্যাচ ছিল। বাংলাদেশ আবার দুবাইতে খেলতে পারবে একমাত্র ভারতকে নিয়ে ফাইনালে উঠতে পারলে। গ্রুপে নিজেদের বাকি দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান।
advertisement
3/6
এর আগেও বাংলাদেশ ক্রিকেটভক্তরা হারের পর একের পর এক অজুহাত খাঁড়া করেছেন। বিসিসিআই, আইসিসিকে চোর বলতেও ছাড়েননি তাঁরা। এবার আবার নতুন নাটক!
advertisement
4/6
এবার বাংলাদেশের সমর্থকদের একাংশ ভয়ঙ্কর অভিযোগ করলেন। তাঁরা এবার দাবি করলেন, ভারতের এক তারকা বোলার নাকি চাকিং করেন! অর্থাৎ অবৈধ বোলিং অ্যাকশন তাঁর। যদিও এই দাবির সাপেক্ষে কোনও যুক্তি বা প্রমাণ তাঁরা দিতে পারেননি।
advertisement
5/6
বাংলাদেশের সমর্থকদের একাংশের দাবি, অক্ষর প্যাটেলের বোলিং অ্যাকশন বৈধ নয়। অক্ষর নাকি ছুড়ে বল করেন! বাংলাদেশের সমর্থকদের একটি পেজ থেকে এমন দাবি করা হয়।
advertisement
6/6
এই পেজ থেকেই অক্ষর প্যাটেলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করা হয়েছে। অর্থাৎ এবারও হেরে গিয়ে নতুন অজুহাত বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের!
বাংলা খবর/ছবি/খেলা/
হেরে বাংলাদেশের বিরাট অভিযোগ, ভারতের তারকা বোলার বল ছোড়ে! নতুন 'নাটক'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল