এলোপাথাড়ি গুলি, বাসের কাচে বুলেট! ক্রিকেট মাঠের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Champions Trophy 2025- ২০০৯ সালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে যাচ্ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তখনই তাঁদের বাস লাহৌরের লিবার্টি স্ট্যাচু পেরনোর পরই ১২ জন সশস্ত্র জঙ্গি টিম বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
advertisement
1/6

অন্য দেশের ক্রিকেটাররা খেলতে এসেছিলেন তাদের দেশে। তবে একটা গোটা ক্রিকেট দলকে নিরাপত্তা দিতে পারেনি সেই দেশ। এবার সেই দেশই আয়োজন করছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০৯ সালের সেই ভয়ঙ্কর জঙ্গি হামলার কথা এখনও ভোলেনি গোটা বিশ্ব।
advertisement
2/6
২০০৯-এর ৩ মার্চ। পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার মুখে পড়়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টিম বাস ঘিরে ঘরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আহত হন কয়েকজন ক্রিকেটার। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব।
advertisement
3/6
সেই বছর শ্রীলঙ্কার ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু ২০০৯ সালে মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার জেরে সেই সিরিজ বাতিল করে দেয় বিসিসিআই। তার পরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরে পাঠায় দলকে। আর সেখানেই জঙ্গি হামলার শিকার হতে হয় গোটা দলকে।
advertisement
4/6
২০০৯ সালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে যাচ্ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তখনই তাঁদের বাস লাহৌরের লিবার্টি স্ট্যাচু পেরনোর পরই ১২ জন সশস্ত্র জঙ্গি টিম বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শ্রীলঙ্কার টিমবাসের পিছনেই ছিল আম্পায়ার, ম্যাচ রেফারিদের নিয়ে যাওয়া একটি মিনি ভ্যান। সেটি লক্ষ্য করেও গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
advertisement
5/6
পাকিস্তানের ৬ জন নিরাপত্তারক্ষী ও দু’জন সাধারণ মানুষের মৃত্যু হয় সেই ভয়াবহ জঙ্গি হামলায়। গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যায় সেই ঘটনায়। তার পর পাকিস্তানে আর কোনও দেশ তাদের দল পাঠাবে বলে ঠিক করে।
advertisement
6/6
শ্রীলঙ্কার ক্রিকেটার থিলন সমরবীরা, চামিন্ডা ভাস, মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকারা, থরঙ্গা পরনভিতানা, অজন্তা মেন্ডিস ও সারুঙ্গা লাকমল আহত হন। আঘাত গুরুতর হওয়ায় সমরবীরা ও পরনভিতানাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। শ্রীলঙ্কা দলের সহকারী কোচ পল ফারব্রেস ও রিজার্ভ আম্পায়ার আহসান রাজা গুরুতর আহত হন। ১০ বছর পাকিস্তান সফর বন্ধ রাখার পর ২০১৯-এ ফের যায় শ্রীলঙ্কা।