আসছে চাকদহ এক্সপ্রেস! বাঙালির গর্ব ঝুলন গোস্বামীর সিনেমার 'বড় কাজ' শেষ
- Published by:Suman Majumder
Last Updated:
Anushkha Sharma Chakda Xpress: পর্দার ঝুলন গোস্বামী অনুষ্কা শর্মা। কেমন অভিনয় করলেন বিরাটের স্ত্রী! এবার সেটাই দেখার পালা।
advertisement
1/6

চাকদহ এক্সপ্রেস। বাঙালির গর্ব ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং শেষ হয়েছে। এবার এই সিনেমা পর্দায় দেখার পালা।
advertisement
2/6
বিশ্ব ক্রিকেটে মহিলাদের মধ্যে সব থেকে দ্রুত গতির পেসার ঝুলন। তাঁর উপরই এই সিনেমা। মূখ্য চরিত্রে অনুষ্কা শর্মা।
advertisement
3/6
চাকদহ থেকে বিশ্ব ক্রিকেট। ঝুলনের লড়াই ছিল বেশ কঠিন। আর এই লড়াই এবার উঠে আসবে পর্দায়। শুটিং শেষে ঝুলন ও অনুষ্কাকে একসঙ্গে দেখা গিয়েছে।
advertisement
4/6
সিনেমার ফাইনাল শট-এর জন্য খোদ ঝুলন গোস্বামী ছিলেন সেটে।
advertisement
5/6
অনুষ্কা শর্মা ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে ছবি তুললেন, কেক কাটলেন।
advertisement
6/6
শুটিং শেষ। এবার দেখার ঝুলনের চরিত্র পর্দায় কতটা ফুটিয়ে তুলতে পারলেন অনুষ্কা শর্মা।