TRENDING:

ধনশ্রীর সঙ্গে চাহালের বিচ্ছেদের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে, তারই মাঝে রহস্যজনক পোস্ট RJ মাহওয়াশের ! এ কী লিখলেন তিনি?

Last Updated:
RJ Mahvash Cryptic Post Amid Yuzvendra Chahal's Divorce From Dhanashree: ধনশ্রী ভার্মার সঙ্গে ভারতীয় ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহালের সংসার ভাঙার জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তারই মাঝে আরজে মাহওয়াশের সঙ্গে এই ক্রিকেটারের ডেটিংয়ের জল্পনাও ছড়িয়ে পড়েছে।
advertisement
1/6
ধনশ্রীর সঙ্গে চাহালের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, তারই মাঝে রহস্যজনক পোস্ট মাহওয়াশের !
ধনশ্রী ভার্মার সঙ্গে ভারতীয় ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহালের সংসার ভাঙার জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তারই মাঝে আরজে মাহওয়াশের সঙ্গে এই ক্রিকেটারের ডেটিংয়ের জল্পনাও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে এ-ও দাবি করা হয়েছে যে, স্থায়ী খোরপোশ হিসেবে ধনশ্রীকে ৪.৫ কোটি টাকা দিতে রাজি হয়েছেন ধনশ্রী।
advertisement
2/6
এদিকে ইনস্টাগ্রামে একাধিক দুর্দান্ত ছবি ভাগ করে নিয়েছেন আরজে মাহওয়াশ। ওই ছবিতে দেখা যাচ্ছে, মাহওয়াশের পরনে রয়েছে সাদা রঙের লম্বা ঝুলের টি-শার্ট। আর সেই টি-শার্ট জুড়ে শোভা পাচ্ছে লাল রঙের একাধিক হার্ট। আর টি-শার্টের সঙ্গে কালো রঙের একটি বেল্টও ফ্লন্ট করছেন তিনি। চুলটা উঁচুতে পনিটেল করে বাঁধার ফলে মাহওয়াশের লুকটায় যেন একটা আলাদা মাত্রা যোগ হয়েছে। কিন্তু এই ছবিগুলির সঙ্গে রহস্যজনক ক্যাপশন লিখেছেন তিনি। যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
advertisement
3/6
কিন্তু কী এমন লিখেছেন আরজে মাহওয়াশ। তিনি ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, “মিথ্যা, লোভ এবং প্রতারণা থেকে অনেক দূরে... ঈশ্বরকে ধন্যবাদ, আমরা আজও দাঁড়িয়ে আছি, নিজেদের আয়নায় দেখতে পাচ্ছি।” প্রায় সঙ্গে সঙ্গেই এই পোস্টটি লাইক করেন যুজবেন্দ্র। আর এটাই সকলের নজরে এসেছে। কম যান না ভক্তরাও। একজন তো লিখেই দিয়েছেন যে, “মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই লাইক দিয়েছেন চাহাল।” আবার অন্য এক নেটিজেন মজাচ্ছলে লিখেছেন, “এবার আইপিএল-এ চাহাল ভাইয়ের কামব্যাকটা দেখুন।” তৃতীয় নেটাগরিকের মন্তব্য, “যখনই এটি আপলোড করা হয়েছিল, তখনই চাহাল ভাই তা লাইক করেছেন।”
advertisement
4/6
আসলে এর আগেই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, যুজবেন্দ্রর কাছ থেকে খোরপোশ বাবদ ৬০ কোটি টাকা দাবি করেছিলেন ধনশ্রী। যদিও এই দাবি অস্বীকার করেছে ধনশ্রীর পরিবার। একটি বিবৃতিতে এই জল্পনাকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তাঁরা। এমনকী মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার জন্য কড়া সমালোচনাও করেছেন।
advertisement
5/6
ধনশ্রীর পরিবার থেকে আসা বিবৃতিতে লেখা হয়েছে যে, “খোরপোশের অঙ্ক নিয়ে যে ভিত্তিহীন দাবি ছড়িয়ে পড়ছে, তা নিয়ে তীব্র ভাবে ক্ষুব্ধ আমরা। আমাকে পরিষ্কার করে বলতে দিন — এমন কোনও পরিমাণ অর্থ চাওয়া হয়নি, কিংবা দাবি করা হয়নি। এই জল্পনায় কোনও সত্যতা নেই। এই ধরনের যাচাই না করা তথ্য প্রকাশ করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, যা কেবল পক্ষগুলিকেই নয়, তাদের পরিবারকেও অপ্রয়োজনীয় জল্পনা-কল্পনার মধ্যে টেনে আনে। এহেন বেপরোয়া খবর পরিবেশন শুধুমাত্র ক্ষতিই করে। সংবাদমাধ্যমের কাছে আমাদের আর্জি, ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার আগে সংযম প্রদর্শন করুন এবং তথ্য যাচাই করে নিন। সেই সঙ্গে সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যও অনুরোধ জানাচ্ছি।”
advertisement
6/6
প্রসঙ্গত, চাহাল আর ধনশ্রী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০২০ সালে। কিন্তু প্রায় এক বছর ধরে তাঁরা আলাদা থাকছিলেন। ২০ মার্চই তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কথা। যার ফলে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বাড়ছে।
বাংলা খবর/ছবি/খেলা/
ধনশ্রীর সঙ্গে চাহালের বিচ্ছেদের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে, তারই মাঝে রহস্যজনক পোস্ট RJ মাহওয়াশের ! এ কী লিখলেন তিনি?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল