ICC World Cup 2023 Final: ভারতের সাফল্য কামনায় যজ্ঞ-পুজোর আয়োজন! বিরাটকে জার্সি-মালা পরিয়ে উন্মাদনা সমর্থকদের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
ICC World Cup 2023 Final: ভারতের সাফল্য প্রার্থনা করে শুরু হয়েছে নানা রকম পূজার্চনা। করা হচ্ছে যজ্ঞ।
advertisement
1/5

বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা দেশ। তুমুল উন্মাদনা সমর্থকদের মধ্যে দু দশক পরে বদলা পূরণের আশায় সকলে।
advertisement
2/5
ভারতের সাফল্য প্রার্থনা করে শুরু হয়েছে নানা রকম পূজার্চনা। করা হচ্ছে যজ্ঞ।
advertisement
3/5
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের সাফল্য চেয়ে, দুর্গাপুরের সগরভাঙ্গার একটি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ পুজোর। হচ্ছে যজ্ঞ।
advertisement
4/5
অন্যদিকে আসানসোলের মহিশিলায় বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়েছে ক্রিকেটপ্রেমীদের উদ্যোগে। পুরোহিতের মন্ত্রচারণে হচ্ছে ভারতের সাফল্য কামনা।
advertisement
5/5
আবার আসানসোলের মহিশীলায় সুশান্ত রায়ের মিউজিয়ামে বিরাট কোহলির মূর্তিতে মালা ইন্ডিয়ার জার্সি পড়িয়ে ক্রিকেটপ্রেমীদের উদ্মাদনা।