Rohit Sharma As Captain: জয়ের হার আশি শতাংশ, ক্যাপ্টেন রোহিত শর্মা আগেই দশে দশ পেয়ে বসে আছেন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Captain Rohit Sharma Records: ক্যাপ্টেন রোহিত শর্মার জয়ের রেকর্ড দেখলে চমকে যাবেন।
advertisement
1/5

টি-২০-র পর এবার একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা। অর্থাত্ বিরাট কোহলি এখন শুধু টেস্ট ক্যাপ্টেন। অনেকদিন ধরেই বহু সমর্থক রোহিত শর্মাকে ক্যাপ্টেন করার হিড়িক তুলেছিলেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে গেল।
advertisement
2/5
এর আগেও বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করেছেন রোহিত শর্মা। ক্যাপ্টেন হিসাবে জিতেছেন এশিয়া কাপ। তাঁর জয়ের রেকর্ড অনেককেই পিছনে ফেলতে পারে। রোহিত শর্মা ক্রিকেটের ছোট ফরম্যাটে যেমন দক্ষ ব্যাটার, তেমনই অসাধারণ ক্যাপ্টেনও। অন্তত রেকর্ড তো তাই বলছে।
advertisement
3/5
১০ ডিসেম্বর, ২০১৭ থেকে এখনও পর্যন্ত ১০টি একদিনের ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন রোহিত শর্মা। জিতেছেন আটটি ম্যাচ। হেরেছেন দুটি মাত্র। বুঝতেই পারছেন, একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মা দশে দশ পেয়ে বসে আছেন।
advertisement
4/5
২০ ডিসেম্বর, ২০১৭ থেকে এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে ২২টি টি-২০ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন রোহিত শর্মা। জিতেছেন ১৮টি ম্যাচ। হেরেছেন চারটি। এখানেও তাঁর জয়ের হার ৮০ শতাংশ। এই ফরম্যাটে ক্যাপ্টেন হিসাবে এত ভাল রেকর্ড আর কার আছে!
advertisement
5/5
টি-২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন। এমন ঘোষণা আগেই করেছিলেন বিরাট কোহলি। ফলে স্বাভাবিকভাবেই রোহিত শর্মার ক্যাপ্টেন হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। আর টি-২০ দলের দায়িত্ব নিয়েই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছেন রোহিত। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। অর্থাত্ সামনের বছরই ওডিআই ক্রিকেটে ক্যাপ্টেন রোহিতের প্রথম পরীক্ষা।