Ravichandran Ashwin: অশ্বিন ফিরে গেলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে কি ১০ জনে খেলবে ভারত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ravichandran Ashwin: মা অসুস্থ অশ্বিনের, ভারতের কী হবে?
advertisement
1/7

: অশ্বিন মায়ের অসুস্থতার জন্য তৃতীয় টেস্ট চলাকালীনই চলে গেলেন এবার তাহলে টিম ইন্ডিয়ার কী হবে৷ ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে শনিবার তৃতীয় দিনের খেলা৷ ভারত বোলিং করছে৷ অশ্বিনকে না পাওয়া অর্থাৎ ভারতের এক প্রধান স্পিনিং অপশন অমিল৷ ভারত কি তাহলে অশ্বিনের পরিবর্ত খেলোয়াড় নামাতে পারবে৷ Photo- AP
advertisement
2/7
আইসিসি-র নিয়ম অনুসারে ম্যাচ শুরুর আগে যদি প্লেয়িং ইলেভেনের কোনও প্লেয়ার নাম তুলে নেন তাহলে বিপক্ষের অধিনায়কের সঙ্গে কথা বলে দলটি এক ক্রিকেটারকে বিকল্প পেতে পারে৷ কিন্তু এখানে যেহেতু ম্যাচ শুরু হয়ে গেছে তাই ভারত আর কোনও বিকল্প প্লেয়ার পাবে না৷
advertisement
3/7
তাই ভারত বনাম ইংল্যান্ড টেস্টে তৃতীয় দিন থেকে ভারতীয় দল কার্যত দশজনে খেলবে৷ তবে দ্বাদশ ব্যক্তি ব্যাট বা বল না করতে পারলেও সে ফিল্ডিং করতে মাঠে নামতে পারে৷ Photo- AP
advertisement
4/7
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীনই নিজের নাম তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন৷ অশ্বিনের পরিবারে হঠাৎ কোনও মেডিকেল ইমার্জেন্সির কারণে রাজকোটে ইংল্যান্ড বনাম ভারত টেস্টে আর খেলতে দেখা যাবে না তাঁকে৷ Photo- AP
advertisement
5/7
শুক্রবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এই খবর জানিয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, রাজকোটে শুক্রবারই তাঁর ৫০০ তম টেস্ট উইকেট পেয়ে কুম্বলের পর সেই এলিট ক্লাবে ঢুকেছিলেন৷
advertisement
6/7
আর এই ঘটনার কয়েক ঘন্টা পরেই রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দল থেকে তার নাম প্রত্যাহার করে নিতে হয়৷ Photo- AP
advertisement
7/7
এদিকে রাজীব শুক্লার ট্যুইটে জানা গেছে অশ্বিনের মা অসুস্থ৷ তাই এভাবে সিরিজের মধ্যেই নাম সরিয়ে নিলেন ভারতের তারকা স্পিনিং অলরাউন্ডার৷ ভারতীয় বোর্ড অশ্বিনের পাশে রয়েছে৷ প্রিয় জনের স্বাস্থ্যের গুরুত্বই এই মুহূর্তে সবচেয়ে এমনটাই ভাবছে বোর্ড৷