TRENDING:

Cameron Green : ২৫.২ কোটি আবার জলে যাবে! কেকেআর যেদিন ক্যামেরন গ্রিনকে নিল, তার পরের দিনই 'ফ্লপ শো', নাইটদের চিন্তা বাড়ল

Last Updated:
Cameron Green : ক্যামেরন গ্রিন শেষ হাফ সেঞ্চুরি করেছেন মাস ছয়েক আগে। ফলে তাঁর অফ ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। এত দামি অলরাউন্ডার দলে। ফলে কেকেআর-এর থিঙ্ক ট্যাঙ্ক-ও নিশ্চয়ই তাঁর খেলার দিকে নজর রাখবে!
advertisement
1/6
২৫.২ কোটি টাকা...! কেকেআর যেদিন ক্যামেরন গ্রিনকে নিল, তার পরের দিনই 'ফ্লপ শো'
ইডেনে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ক্যামেরন গ্রিন। কেকেআর তাঁকে ২৫.২ কোটি টাকায় দলে নেওয়ার পরই ভিডিও বার্তায় সে কথা জানিয়েছিলেন। তবে কেকেআর যেদিন তাঁকে রেকর্ড টাকায় দলে নিল, তার পরের দিনই ফ্লপ শো গ্রিনের।
advertisement
2/6
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি এখন তিনি। ফলে স্বাভাবিকভাবেই এখন তাঁর দিকেই ক্রিকেটভক্তদের নজর থাকবে। তবে সেই গ্রিন অ্যাসেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খাতাই খুলতে পারলেন না।
advertisement
3/6
বেশ কিছুদিন ধরেই অফ ফর্ম চলছে গ্রিনের। অ্যাসেজ-এর প্রথম দু’টি টেস্টে জিতেছে অস্ট্রেলিয়া। ওভালের টেস্ট জিতলেই আরও একবার সিরিজ জিতবে অজিরা। কেকেআর ক্যামেরন গ্রিনকে নদলে নেওয়ার পর নজর ছিল তাঁর দিকেই। অ্যাসেজে তিনি ব্যাট করতে নামলেন পাঁচ নম্বরে। খেললেন মাত্র দুটি বল। রান পেলেন না। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
advertisement
4/6
ক্যামেরন গ্রিন শেষ হাফ সেঞ্চুরি করেছেন মাস ছয়েক আগে। ফলে তাঁর অফ ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। এত দামি অলরাউন্ডার দলে। ফলে কেকেআর-এর থিঙ্ক ট্যাঙ্ক-ও নিশ্চয়ই তাঁর খেলার দিকে নজর রাখবে!
advertisement
5/6
আইপিএল নিলামের শুরুতে রাজস্থান রয়্যালস কিছুক্ষণ তাঁর জন্য বিড করেছিল। তবে ক্যামেরন গ্রিনকে নিয়ে এর পর লড়াই হয় কেকেআর ও সিএসকে-র। শেষ পর্যন্ত রেকর্ড টাকায় গ্রিনকে দলে নেয় নাইটরা।
advertisement
6/6
গ্রিন অবশ্য পুরো ২৫ কোটি টাকা পাবেন না হাতে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। বাকি টাকা যাবে বিসিসিআইয়ের প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, এত টাকা দিয়ে গ্রিনকে দলে নিয়ে তারা খুশি। উল্লেখ্য, এবার সব থেকে বেশি টাকা ছিল কেকেআরের কাছেই।
বাংলা খবর/ছবি/খেলা/
Cameron Green : ২৫.২ কোটি আবার জলে যাবে! কেকেআর যেদিন ক্যামেরন গ্রিনকে নিল, তার পরের দিনই 'ফ্লপ শো', নাইটদের চিন্তা বাড়ল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল