'গঙ্গায় পদক ভাসিয়ে এল না?' এবার কুস্তিগীরদের খোঁচা দিলেন অভিযুক্ত ব্রিজভূষণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Brij Bhushan : 'ওরা পদক গঙ্গায় ভাসালেও আমার ফাঁসি হবে না।' বিস্ফোরক কুস্তি সংস্থার কর্তা।
advertisement
1/6

এক মাসের বেশি সময় ধরে রাস্তায় নেমে এক কর্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ভারতের পদকজয়ী কুস্তিগীররা। হতাশা, ঘাড় ধাক্কা, রাস্তায় ফেলে মার ছাড়া কিছুই জোটেনি তাঁদের কপালে।
advertisement
2/6
ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ভারতের মহিলা কুস্তিগীররা। তাঁর শাস্তির দাবিতেই সাক্ষী মালিক, ভীনেশ ফোগটরা রাস্তায় নেমেছেন।
advertisement
3/6
শেষ পর্যন্ত দিল্লির রাস্তায় পুলিশের হাতে হেনস্থা হতে হয় পদকজয়ী ভারতীয় কুস্তিগীরদের। লজ্জায়, দুঃখে শেষে কুস্তিগীররা দেশের জন্য জেতা পদক গঙ্গায় ভাসিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নেন।
advertisement
4/6
হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাতে গিয়ে কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন কুস্তিগীররা। শেষে কৃষক নেতাদের বোঝানোয় কাজ হয়। তাঁদের হাতেই পদকগুলি তুলে দেন বজরং পুনিয়ারা।
advertisement
5/6
এদিকে এবার অভিযুক্ত কর্তা ব্রিজভূষণ কুস্তিগীরদের খোঁচা দিলেন। বললেন, ওরা গঙ্গায় পদক ভাসাতে গিয়েছিল। ভাসাল না? শেষে কৃষকদের হাতে পদক দিয়ে এল! আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আগে অপরাধ প্রমাণ হোক।
advertisement
6/6
কুস্তীগীরদের বিরুদ্ধে ব্রিজভূষণ আরও বলেন, ওরা পদক ভাসালেও আমার শাস্তি হবে না। ওরা আমার ফাঁসি চায়। তা হলে আমার বিরুদ্ধে যা প্রমাণ আছে সরকারকে, পুলিশকে দিক। সেটা কেন দিচ্ছে না!