কে ভাঙবে তাঁর টেস্টে ৪০০ রানের বিশ্বরেকর্ড, নাম জানিয়ে দিলেন ব্রায়ান লারা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Brian Lara Said Shubman Gill Can Break my 400 Runs World Record: ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড এখনও অক্ষত। সেই রেকর্ড কে ভাঙবেন তা জানালেন ক্য়ারিবিয়ান সুপার স্টার।
advertisement
1/5

টেস্ট-ওডিআই-টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভাঙা-গড়া চললেও টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে যা প্রায় দুই দশক ধরে অক্ষত। তা হল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড।
advertisement
2/5
১৯ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লারা। এখনও সেই রেকর্ড অক্ষত থাকলেও কে ভাঙতে পারেন সেই ক্রিকেটারের নাম জানিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার। একসঙ্গে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে করা লারার ৫০১ রানের রেকর্ড কে ভাঙতে পারেন তা জানিয়েছেন।
advertisement
3/5
ব্রায়ান লারা কলকাতা একটি অনুষ্ঠানে এসে বলেছেন যে, টেস্টের এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন ভারতের শুভমন গিল। এত বড় রানের ইনিংস খেলার সবরকম প্রতিভা গিলের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন লারা।
advertisement
4/5
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয় প্রথম শ্রেণির ক্রিকেটে লারা ওয়ারউইকশায়ারের হয়ে লারা ১৯৯৪ সালে ডারহ্যামের বিপক্ষে অপরাজিত ৫০১ রান করেছিলেন। সেই রেকর্ডও গির ভাঙতে পারেন বলে মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
advertisement
5/5
এছাড়া শুভমান গিলের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ব্রায়ান লারা। গিলের ব্যাটিং টেকনিক, শট খেলার দক্ষতা, রানের ক্ষিদে সবকিছুই দেখেই মুগ্ধ লারা। আগামীতে গিলের ব্যাটে অনেক রেকর্ড ভাঙবে বলে মনে করেন লারা।