Brian Lara On Umran Malik: বড় সার্টিফিকেট! উমরান মালিককে কিংবদন্তি পেসারের সঙ্গে তুলনা ব্রায়ান লারার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Brian Lara On Umran Malik: ব্রায়ান লারার থেকে এমন প্রশংসা। চাট্টিখানি কথা নয় কিন্তু! উমরান মালিক সত্যিই কামাল করছেন।
advertisement
1/6

১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং। তার উপর লাগাতর উইকেট তুলে নিচ্ছেন। আইপিএল ২০২২- এর সেরা আবিষ্কার উমরান মালিক।
advertisement
2/6
ভারতীয় দলের প্রাক্তনদের মধ্যে অনেকে উমরানকে ভবিষ্যতের তারকা বলছেন। এবার বিশ্ব ক্রিকেটের অনেক তারকারও নজর পড়েছে ভারতীয় পেসারের উপর।
advertisement
3/6
ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবার উমরান মালিকের প্রশংসা করেছেন। তিনি কিংবদন্তি পেসারের সঙ্গে উমরানের তুলনা করেছেন।
advertisement
4/6
লারা বলেছেন, ও আমাকে আমার খেলার সময়ের কথা মনে করিয়ে দেয়। আমার কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজ দলের সব গ্রেট প্লেয়াররা খেলেছে। স্যর ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস..আরও অনেকে। বিভিন্ন ধরনের বোলার ছিল। কিন্তু ও আমাকে ফিদেল এডওয়ার্ডসের অনেক কথা মনে করিয়ে দেয়।
advertisement
5/6
লারা আরও বলেছেন, ও খুব দ্রুত গতিতে বোলং করে। আমি আশা করি ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে। তবে ওকে মনে রাখতে হবে, অনেক ব্যাটার পেস বোলিংকে ভয় পায় না। তাই উমরানকে বোলিংয়ে অনেক বৈচিত্র আনতে হবে।
advertisement
6/6
২০২১ আইপিএলে সানরাইজার্স উমরানকে বেশি ম্যাচে খেলার সুযোগ দেয়নি। এবার আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি।