Neymar Injury: এবারের বিশ্বকাপেও কি খেলা হবে না নেইমারের, প্রথম ম্যাচে চোটের পর বড় জল্পনা
- Published by:Debalina Datta
Last Updated:
নেইমারের গোড়ালির চোটের কথা স্বীকার করে নেন ব্রাজিলের টিম ডক্টর রডরিগো লেসমার৷ তিনি জানিয়েছেন নেইমারের ডান গোড়ালিতে সরাসরি চোট লেগেছে যা চিন্তার বিষয়৷
advertisement
1/5

#লুসাইল: ফের বিশ্বকাপে চোটের কবলে পড়লেন নেইমার৷ ব্রাজিল কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতলেও খারাপ খবর সাম্বা বাহিনীর পক্ষ থেকে৷ ব্রাজিলিয়ান তারকা এদিন মাঠের মধ্যেই চোট পেয়ে যন্ত্রণায় ছটফট করে লুটিয়ে পড়েন৷
advertisement
2/5
এদিন ম্যাচের ১১ মিনিটে সার্বিয়ার মিলেনোকোভিচের চ্যালেঞ্জে গোড়ালিতে অসুবিধা অনুভব করেন৷
advertisement
3/5
তবে ম্যাচের ৮১ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়৷ এদিন সাংবাদিক সম্মেলনে এসে নেইমারের গোড়ালির চোটের কথা স্বীকার করে নেন ব্রাজিলের টিম ডক্টর রডরিগো লেসমার৷ তিনি জানিয়েছেন নেইমারের ডান গোড়ালিতে সরাসরি চোট লেগেছে যা চিন্তার বিষয়৷
advertisement
4/5
তাহলে কি এই বিশ্বকাপেও ব্রাজিলিয়ান তারকার খেলা হল না এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে৷ ২০১৪ সালে সুপারস্টার কলম্বিয়া ম্যাচে জুনিগার ট্যাকেলের পর আর খেলতে পারেননি৷ ২০১৮ তে ঘরের মাঠে জার্মানির কাছে লজ্জার হারের ম্যাচেও খেলতে পারেননি৷ এবারেও কি তাহলে প্রথম ম্যাচেই সেই অশনি সংকেত৷
advertisement
5/5
নেইমার এখনও অবধি বিশ্বকাপে ১২ টি ম্যাচ খেলেছেন এবং ৬ টি গোল করেছেন তাঁর তিনটি গোলে সহযোগিতা রয়েছে৷