TRENDING:

Pele Passed Away: পেলের মাঠের বাইরের জীবন একেবারে রঙিন, একাধিক নারীসঙ্গ! অনেক সন্তানের অস্তিত্বই জানতেন না ব্ল্যাক পার্ল

Last Updated:
পেলের সরল স্বীকারোক্তি ছিল তাঁর স্ত্রী হওয়া খুবই কঠিন বিষয়...
advertisement
1/10
মাঠের বাইরে একেবারে রঙিন পেলে, একাধিক নারীসঙ্গ!অনেক সন্তানের অস্তিত্ব জানতেন না
#কলকাতা: নিজের ফুটবল ক্লাবের প্রতি দায়বদ্ধতা তাঁর অপরিসীম৷ কিন্তু নিজের পার্টনারদের প্রতি দায়বদ্ধতা নিয়ে হাজারো প্রশ্ন৷ পেলে-র ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা না হলেও তিনিও ছিলেন বহুগামী৷ এমনকি একাধিক মহিলার থেকে জন্মানো সন্তানকেও অস্বীকার করেন তিনি৷ অস্বীকার করেন পিতৃত্বের পরিচয়৷ Photo- Collected 
advertisement
2/10
স্যান্টোস ক্লাবের জার্সিতে মাত্র ১৫ বছর বয়সে তাঁর অভিষেক ঘটেছিল পেশাদার ফুটবল জগতে আর তাঁদের জার্সিতে খেলেছিলেন ২৮ বছর ধরে৷ ক্লাবের স্বর্ণযুগে খেলেছেন তিনি৷ স্যান্টোস তাঁর সময়ে দুটি কোপা লিবারেটোডরেস জিতেছে৷ ১৯৬৩ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপের সময় তিনি সর্বকালীন সেরা গোল স্কোরার হন৷ ১৯ মরশুমে তাঁর গোল সংখ্যা ইর্ষনীয় ৬৪৩ টি গোল৷ কিন্তু যে ব্যক্তি নিজের ক্লাবের প্রতি এত দায়বদ্ধ তিনি নিজেদের স্ত্রী-দের প্রতি দায়বদ্ধ থাকতে পারেননি৷ Photo- Collected 
advertisement
3/10
ব্রাজিলিয়ান ফুটবলার তিনবার বিয়ে করেছিলেন৷ নেটফ্লিক্সের একটি সিরিজে নিজের মুখে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া এবং অসংখ্য সন্তানের পিতৃত্বের বিষয়টি স্বীকার করেছিলেন খোদ পেলে৷ নিজের টপে থাকা ফুটবল কেরিয়ারের সময় একাধিক মহিলা ফ্যান তাঁর শয্যা সঙ্গিনী হয়েছিলেন৷ Photo- Collected 
advertisement
4/10
নিজের মুখে পেলে জানিয়েছিলেন, ‘‘পুরোটাই সততা৷ আমার কয়েকটি সম্পর্ক ছিল, যাদের থেকে সন্তানও হয়েছিল কিন্তু আমি পরে জানতে পেরেছিলাম৷’’ তিনি আরও বলেছিলেন, ‘‘আমার প্রথম স্ত্রী আমার প্রথম গার্লফ্রেন্ড সব জানত, আমি কাউকে কোনওদিন মিথ্যা বলিনি৷’’ Photo- Collected 
advertisement
5/10
পেলে-র প্রথম বিয়ে হয়েছিল রোজমেরি ডস রেসি চোলবি-র সঙ্গে৷ ১৯৬৬-র ফেব্রুয়ারি মাসে প্রথম বিয়ে হয় তাঁর৷ সেই সময় খুব ছোট ছিলেন এমনটাই দাবি পেলে-র৷ তিনি বলেছিলেন, ‘‘আমাদের বন্ধুত্ব ছিল, যখন তুমি গভীর ভালবাসায় থাক তখন যে টান অনুভব কর সেটাই ছিল৷ ’’ Photo- Collected 
advertisement
6/10
পেলের সরল স্বীকারোক্তি ছিল তাঁর স্ত্রী হওয়া খুবই কঠিন বিষয়৷ তাঁর জীবনে বিজ্ঞাপন আসার পর মাঠের ফুটবলার পেলে এবং তিনি একেবারে অন্য জীবনে প্রবেশ করেন৷ সব কিছুর জন্যে দেশে-বিদেশে তাঁকে সফর করতে হত৷ Photo- Collected 
advertisement
7/10
তাঁর দুই মেয়ে এবং একটি পুত্র সন্তান আছে৷ তাঁর দুই কন্যার নাম কেলি এবং জেনিফার এবং ছেলের নাম এডিনহো৷ কিন্তু সেই সম্পর্ক টেকেনি ১৯৮২ সালে ডিভোর্স হয়ে যায়৷ প্রথম বিয়েতে থাকার আগেই ১৯৬৪ সালে বাড়ির কাজের মেয়ের সঙ্গেও প্রেম ছিল তাঁর৷ তাঁদের একটি কন্যা সন্তান ছিল যাঁর নাম সান্দ্রা মাচাদো৷ এই সন্তানকে মান্যতা দিতে চাননি পেলে৷ সান্দ্রা বহু বছর আইনি লড়াই চালান এমনকি নিজের ডিএনএ স্যাম্পেলও দিতে চাননি পেলে৷ নিজের এই লড়াইয়ের কথা বইতে লিখেছেন , ‘দ্য ডটার পেলে নেভার ওয়ানটেড৷’ ১৯৯৩ সালে ডিএনএ এভিডেন্সের ভিত্তিতে প্রমাণ হয়৷ Photo- Collected 
advertisement
8/10
তবুও নিজের মেয়েকে মেনে নেননি পেলে৷ সান্দ্রা ও তাঁর দুই সন্তানকে মানেনি৷ তাঁর ২০০৬ সালে মাত্র ৪২ বছরের মৃত্যুর পর শেষকৃত্যেও যাননি৷ তাঁর আরও একটি মেয়ে ছিল৷ যাঁর নাম ফ্লাভিয়া কুর্ৎজ৷ যিনি লেনিতা কুর্ৎজ নামে এক সাংবাদিকের সঙ্গে প্রেমের ফসল৷ Photo- Collected 
advertisement
9/10
পেলের দ্বিতীয় স্ত্রী ছিলেন সাইকোলজিস্ট এবং গায়িকা৷ তাঁর নাম আসিরিয়া লেমোস সেয়িকাস৷ তাঁর যমজ সন্তান জোসুয়া এবং সেলেস্তে৷ তাঁরা ১৯৯৪ সালে বিয়ে করেছিলেন এবং ২০০৮ সালে ডিভোর্স করেন৷ Photo- Collected 
advertisement
10/10
১৯৮০ সালে নিজের তৃতীয়া স্ত্রী মারসিয়া আওকিকে দেখেছিলেন নিউইয়র্কে৷ ২০০৮ সালে তাঁদের ফের দেখা হয়৷ এর ২ বছর বাদে তাঁদের ডেটিং শুরু হয়৷ এই জাপানি -ব্রাজিলিয়ান মহিলা পেলে-র থেকে ৩২ বছরের ছোট৷  ২০১৬ -র জুলাই থেকে তাঁরা একসঙ্গে ছিলেন৷ Photo- Collected 
বাংলা খবর/ছবি/খেলা/
Pele Passed Away: পেলের মাঠের বাইরের জীবন একেবারে রঙিন, একাধিক নারীসঙ্গ! অনেক সন্তানের অস্তিত্বই জানতেন না ব্ল্যাক পার্ল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল