Dani Alves: জেলেই প্রাণনাশের আশঙ্কা ধর্ষণে অভিযুক্ত দানি আলভাসের, কারণটা কী
- Published by:Sudip Paul
Last Updated:
Dani Alves: কাতার বিশ্বতকাপেও ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অভিজ্ঞ দানি আলভেস। কিন্তু বিশ্বকাপের পরই ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন তারকা ফুটবলার। এবাপ প্রাণনাশের আশঙ্কায় দানি আলভেস।
advertisement
1/6

বার্সেলোনার একটি পানশালায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেস। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তারকা ফুটবলারকে।
advertisement
2/6
কিন্তু ধর্ষণে অভিযুক্ত ধৃত দানি আলভেস এবার নিজেই ভুগছেন প্রাণনাশের আশঙ্কায়। সুরক্ষার কারণে ব্রাজিলের তকারকা ফুটবলারকে সরিয়ে নিয়ে যাওয়া হল অন্য জেলে।
advertisement
3/6
যেই জেলে রাখ হয়েছিল আলভেসকে সেখানে ২০০-র বেশি বন্দি। আর সকলেই নানা হিংসাত্মক অপরাধের সঙ্গে যুক্ত। তাই জেলের পরিবেশ ঠিক ছিল না। বন্দিরা নিজেদের মধ্যে মারপিঠ করত।
advertisement
4/6
সেই জেলে তিন দিন কাটিয়েছিলেন দানি আলভেস। বড়সড় কোনও ঝামেলা না হলেও আলভাসের সঙ্গে অন্য বন্দিদের ঝামেলা লাগার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফলে প্রাণনাশের আশঙ্কা ছিল ফুটবলারের।
advertisement
5/6
আলভাসের মামলা যেহেতু এখনও বিচারাধীন। তাই তারকা ফুটবলারের নিরাপত্তার কারণে তাকে স্পেনের অন্যত্র একটি ছোট জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে মাত্র ৮০ জন বন্দি রয়েছে।
advertisement
6/6
অন্যদিকে আলভাসের পরিবার তাকে জেল থেকে বার করে আনার জন্য কোনও খামতি রাখছেন না। নতুন আইনজীবির সঙ্গেও পরামর্শ করেছেন তারকা ফুটবলারের পরিবার।