Salman Khan: ইস্টবেঙ্গলের ভালবাসায় আপ্লুত সলমন খান, লাল-হলুদের আজীবন সদস্য পদ পেয়ে গর্বিত 'ভাইজান'
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Salman Khan: সব প্রতীক্ষার হল অবসান। ১৩ বছর পর কলকাতায় পা রেখে ইস্টবেঙ্গলে মাঠে সিটি অফ জয়-কে আরও আনন্দে ভরিয়ে দিলেন সলমান খান। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও বিশেষভাবে সলমন খানকে স্বাগত জানানো ও সম্মান জানানো হয়।
advertisement
1/7

সব প্রতীক্ষার হল অবসান। ১৩ বছর পর কলকাতায় পা রেখে ইস্টবেঙ্গলে মাঠে সিটি অফ জয়-কে আরও আনন্দে ভরিয়ে দিলেন সলমান খান।
advertisement
2/7
সেখানে রাজ্য সরকারের তরফ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস ব্যক্তিগতভাবে সলমান খানকে ধুতি ও পাঞ্জাবি উপহার দিয়েছেন।
advertisement
3/7
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও বিশেষভাবে সলমন খানকে স্বাগত জানানো ও সম্মান জানানো হয়। ক্লাবের তরফ থেকে তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।
advertisement
4/7
সলমন খানকে সম্মান জানাতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভাইজানকে দেওয়া হয় আজীবন সদস্য পদ। এছাড়া সলমনের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি দেওয়া হয়।
advertisement
5/7
বিশেষ স্মারক হিসেবে তুলে দেওয়া হয় শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা। এমন আতিথিয়তা ও সম্মান পেয়ে আপ্লুত সলমন খান। তারপর নাচে গানে সকলকে মাতিয়ো তোলেন।
advertisement
6/7
শুধু সলমন খান নয়। অনুষ্ঠান মাতিয়ে তোলেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, পূজা হেগরে, প্রভু দেবার মত তারকারা। গান গান গুরু রণধওয়া। খুশি ফ্যানেরা।
advertisement
7/7
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনিবার বিকেলে দেখা করার পর সোজা ইস্টবেঙ্গল মাঠের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন সকলের প্রিয় ভইজান।