Sourav Ganguly Biopic: বাতিল আগের সব নাম! সৌরভের বায়োপিকে অভিনয়ে কোন তারকা? অবশেষে চূড়ান্ত!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Bollywood Star Rajkumar Rao May Act In Sourav Ganguly Biopic: একাধিক নাম নিয়ে জল্পনা চললেও বড় পর্দায় কাকে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসছিল না। এবার সামনে এল বড় নাম।
advertisement
1/5

কখনও শোনা গিয়েছে রণবীর কাপুরের নাম। কখনও আবার আয়ূষ্মান খুরানার নাম। চর্চায় উঠে এসেছে যীশু সেনগুপ্তের নামও। একাধিক নাম নিয়ে জল্পনা চললেও বড় পর্দায় কাকে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসছিল না।
advertisement
2/5
প্রায় আড়াই বছর ধরে জল্পনা চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে। সৌরভের বায়োপিকের নির্মাতা-প্রযোজক ‘লাভ ফিল্মস’-এর কর্ণধার অঙ্কুর গর্গ এবং লাভ রঞ্জন বেশ কয়েকবার কলকাতা ঘুরে গিয়েছেন। বৈঠক হয়েছে সৌরভের সঙ্গেও।
advertisement
3/5
কিন্তু অবশেষে নতুন বছরে জানা গেল কে হতে পারেন বড় পর্দার প্রিন্স অফ ক্য়ালকাটা। এবার বিশ্বস্ত সূত্রের খবর, সৌরভের বায়োপিকে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এবার চূড়ান্ত হয়ে গিয়েছে।
advertisement
4/5
জানা গিয়েছে ‘স্ত্রী টু’- সিনেমায় ঝড় তোলা রাজকুমার রাও নাকি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে লিড রোলে অভিনয় করতে চলেছে। রাজকুমারের সাথে লিড রোলে অভিনয় করার জন্য কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে।
advertisement
5/5
জানা গিয়েছে, ‘লাভ ফিল্মস’ ছবির কাজ প্রায় গুছিয়ে নিয়ে এসেছে। এমনকী খুব শীঘ্রই শুটিং শুরু হতে পারে বলেও শোনা যাচ্ছে। রাজকুমার রাওকে লিড চরিত্রে সৌরভ সহ সকলের পছন্দ বলে জানা গিয়েছে। যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি।