TRENDING:

সারা দেশ বসে আছে যা দেখতে, এবার বিরাট কোহলিকে নিয়ে সেটাই হবে! বড় আপডেট

Last Updated:
Virat Kohli- এক সাংবাদিককে ইন্টারভিউ দেওয়ার সময় কবির খান বলেছেন, স্রেফ ওর খেলা নয়, বিরাট কোহলির জীবন যাপন, ফিটনেস সবটাই দেখার মতো। এটা নিয়ে একটা গল্প হওয়া উচিত।
advertisement
1/7
সারা দেশ বসে আছে যা দেখতে, এবার বিরাট কোহলিকে নিয়ে সেটাই হবে! বড় আপডেট
তাঁর কেরিয়ারে এখন মেঘ-রোদ্দুর অবস্থা। কখনও তিনি রান পাচ্ছেন, কখনও ফিরছেন খালি হাতে। ধারাবাহিকতার অভাব বিরাট কোহলির! সানি গাভাসকর তো বলেই দিয়েছেন, একই ভুল কী করে বারবার করছেন কোহলি! সচিনকে দেখে তাঁর শেখা উচিত।
advertisement
2/7
পারথে দ্বিতীয় ইনিসের সেঞ্চুরির পর ফের লাগাতার ব্যর্থ বিরাট কোহলি। বারবার নিজের পুরনো রোগের শিকার হচ্ছেন বিরাট। অফ স্টাম্পের বাইরের বলে আউট হচ্ছেন কোহলি। ব্রিসবেনেও ব্যতিক্রম হয়নি। একইভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন।
advertisement
3/7
তবে এসব তো গেল মাঠের কথা, বিরাট কোহলি তো মাঠের বাইরেও সমান জনপ্রিয়। তাঁর কপি বুক শট, ব্যক্তিগত জীবন, ফিটনেস-সবই যেন রূপকথার গল্পের মতো। সেখানে কোনও ফাঁকফোকর নেই।
advertisement
4/7
আর সেই বিরাট কোহলির জীবন নিয়ে যদি সিনেমা দেখার সুযোগ হয়! তা হলে ব্যাপারটা বেশ রোমাঞ্চকর হয়, তাই না!
advertisement
5/7
এবার বিরাট কোহলির বায়োপিক দেখার সুযোগ হতে পারে দর্শকরদের। কারণ বলিউডের এক জমপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কোহলির জীবন ও কেরিয়ার পর্দায় ফুটিয়ে তোলার কথা ভেবেছেন। আর সেটা তিনি প্রকাশ্যে বলেছেন।
advertisement
6/7
পরিচালক কবির খান জানিয়েছেন, কোহলির গোটা জীবনটা সিনেমার মতো। তিনি কোহলির বায়োপিক-এর ব্যাপারে আশাবাদী। যদিও ব্যাপারটা যে এখন সবে প্রাথমিক স্তরে আছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
7/7
এক সাংবাদিককে ইন্টারভিউ দেওয়ার সময় কবির খান বলেছেন, স্রেফ ওর খেলা নয়, বিরাট কোহলির জীবন যাপন, ফিটনেস সবটাই দেখার মতো। এটা নিয়ে একটা গল্প হওয়া উচিত। আমার কাছে সুযোগ হলে অবশ্যই সেটা করার চেষ্টা করব।
বাংলা খবর/ছবি/খেলা/
সারা দেশ বসে আছে যা দেখতে, এবার বিরাট কোহলিকে নিয়ে সেটাই হবে! বড় আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল