Smriti Mandhana : সুন্দর সম্পর্কের করুণ পরিণতি! স্মৃতি-পলাশের বিয়ে তো ভাঙলই, এবার কোর্ট-কাছারির পালা! হুমকি দিয়ে রাখলেন পলাশ নিজেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana-Palash Mucchal : অবশেষে বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। সুরকার পলাশ মুচ্ছল সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন।
advertisement
1/6

অবশেষে বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। সুরকার পলাশ মুচ্ছল সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন। তাঁদের বিয়ে ভাঙা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষমেশ হঠাৎ করেই সেই সব জল্পনা সত্যি হয়ে গেল।
advertisement
2/6
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং সঙ্গীতশিল্পী পলাশের বিয়ের দিন হবু বউয়ের বাবা শ্রীনিবাস মন্ধানা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এর পর এক মহিলার সঙ্গে পলাশের চ্যাট ভাইরাল হয়ে যায়। তার পর থেকেই জল্পনা, স্মৃতি ও পলাশের বিয়েটা হয়তো শেষমেশ হবে না!
advertisement
3/6
তাঁদের রূপকথার মতো প্রেম, সম্পর্ক ছিল অনেকের কাছে উদাহরণের মতো। তবে শেষমেশ এমন সুন্দর সম্পর্কের করুণ পরিণতি মেনে নিতে পারছেন না অনেকেই। জানা গিয়েছে, পলাশের সঙ্গে অন্য মহিলার সম্পর্কের কথা জানতে পেরেই নাকি পিছিয়ে আসেন স্মৃতি।
advertisement
4/6
স্মৃতি ও পলাশ, দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ে ভাঙার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ফলে আর কোনও জল্পনা রইল না। তবে এর পরও একটা ব্যাপার নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। পলাশ এরই মধ্যে আইনি পথে হাঁটার হুমকি দিয়ে রেখেছেন।
advertisement
5/6
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন পলাশ ও স্মৃতি। তবে পলাশের প্রোফাইলে এখনও স্মৃতির সঙ্গে ছবি রয়েছে। সেগুলি তিনি এখনও রিমুভ করেননি। এরই মধ্যে পলাশ হুঁশিয়ারি দিয়েছেন, যাঁরা তাঁর নামে মন গড়া গল্প ফেঁদে রটিয়েছে তাঁদের তিনি আইনি পথে জবাব দেবেন। এই হুমকিতে স্মৃতিও জড়িয়ে রয়েছেন কি না তা বলা মুশকিল।
advertisement
6/6
সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কারণ তিনি জানাননি। পলাশ তাঁর বক্তব্যে স্মৃতির প্রতি কোনও বিদ্বেষ বা অভিযোগ প্রকাশ করেননি। কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন পলাশ। তিনি দাবি করেছেন, গত কয়েকদিনে তাঁকে নিয়ে বিভিন্ন কাল্পনিক কাহিনি তৈরি করে গুজব রটানো হয়েছে।