Shahrukh Khan on Rinku Singh: আইপিএলের পরেও রিঙ্কুতে মজে শাহরুখ খান, কেকেআর তারকাকে হঠাৎ কেন 'বাপ' বললেন বলিউড বাদশা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan on Rinku Singh: আইপিএল চলাকালীনই রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দলের অন্যতম কর্ণধার বলিউড বাদশা শাহরুখ খান। আইপিএল চলাকালীন নিজেকে রিঙ্কুর ফ্যান বলেও জানিয়েছিলেন এসআরকে। এবার আরও বড় মন্তব্য করলেন এসআরকে।
advertisement
1/6

আইপিএল ২০২৩-এ কেকেআর ভাল ফল করতে না পারলেও দলের সেরা প্রাপ্তি যে রিঙ্কু সিং সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ৫ বলে ৫ ছক্কা মেরে ম্যাচ জেতানো থেকে একাধিত ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন রিঙ্কু।
advertisement
2/6
আইপিএল চলাকালীনই রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দলের অন্যতম কর্ণধার বলিউড বাদশা শাহরুখ খান। আইপিএল চলাকালীন নিজেকে রিঙ্কুর ফ্যান বলেও জানিয়েছিলেন এসআরকে।
advertisement
3/6
এছাডাও রিঙ্কু সিং যখন বিয়ে করবেন তখন অবশ্য যাবেন ও ডান্স করবেন বলেও জানিয়েছিলেন শাহরুখ খান। এবার ফের একবার কেকেআরের নতুন বাঁ-হাতি তারকাকে নিয়ে বড় মন্তব্য করলেন শাহরুখ।
advertisement
4/6
সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন শাহরুখ খান। সেখানে একজন প্রশ্ন করেন,'কেকেআরের বাচ্চা রিঙ্কুর সম্পর্কে এক কথায় কী বলবেন?' জবাবে শাহরুখ বলেন,'রিঙ্কু বাপ। বাচ্চা নয়।'
advertisement
5/6
আসলে রিঙ্কু সিংয়ের প্রশংসা করতে গিয়েই বাপ শব্দটি প্রয়োগ করেছেন শাহরুখ খান। ক্রিকেট অভিজ্ঞতায় নতুন হলেও, ক্রিকেট যোগ্যতায় যে রিঙ্কপ তারকাদের টক্কর দিতে পারেন সেটাই বুঝিয়েছেন এসআরকে।
advertisement
6/6
প্রসঙ্গত, আইপিএল ২০২৩-এ কেকেআরের হয়ে সর্বাধিক রান স্কোরার রিঙ্কু সিং। ১৪টি ম্যাচে ৫৯.২৫ গড়ে ৪৭৪ রান করেছেন তিনি। ৩১টি চার ও ২৯টি ছয় মেরেছেন রিঙ্কু। ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে রিঙ্কু সুযোগ পেতে পারেন বলেই খবর।