Shreya Iyer : শ্রেয়স আইয়ার-প্রীতি জিন্টার এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া! মালকিনের সঙ্গে তারকা ক্রিকেটারের নতুন "কেমিস্ট্রি'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer : কেকেআর ছেড়ে পঞ্জাবের হয়ে আইপিএল খেলতে যান শ্রেয়স। দলের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টার সঙ্গে তাঁর সম্পর্ক বরাবর ভাল। একাধিকবার তাঁদের মাঠে একসঙ্গে দেখা গিয়েছে।
advertisement
1/6

সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে প্লীহায় মারাত্মক চোট পেয়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স আইয়ার। আবার ভারতীয় দলে ফিরে আসার লড়াই শুরু করেছেন। তবে এরই মধ্যে তাঁর আইপিএলে খেলা নিয়ে জল্পনা ছড়াচ্ছে।
advertisement
2/6
এরই মধ্যে শ্রেয়সের স্বাস্থ্যের আপডেট জানালেন পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা। শশাঙ্ক সিংয়ের জন্মদিনের পার্টিতে প্রীতি ও শ্রেয়সকে দেখা যায় একসঙ্গে।
advertisement
3/6
প্রীতি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'একেবারে পরিকল্প ছাড়া, কোনওরকম প্রস্তুতি ছাড়া কাটানো একটা সন্ধে। এমন সন্ধে সব সময় আলাদা মাত্রা এনে দেয়। শশাঙ্ককে জন্মদিনের অনেক শুভেচ্ছা। দেখা হয়ে খুব ভাল লাগল। ক্রমে সুস্থ হয়ে উঠছে শ্রেয়স। সবচেয়ে বড় ব্যাপার, ও আবার প্রকাশ্যে অনুষ্ঠানে এসেছে।'
advertisement
4/6
কেকেআর ছেড়ে পঞ্জাবের হয়ে আইপিএল খেলতে যান শ্রেয়স। দলের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টার সঙ্গে তাঁর সম্পর্ক বরাবর ভাল। একাধিকবার তাঁদের মাঠে একসঙ্গে দেখা গিয়েছে। আর এবার দেখা গেল পার্টিতে। শ্রেয়সকে রিটেইন করেছে পঞ্জাব।
advertisement
5/6
২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেবার কেকেআরের অধিনায়ক ছিলেন শ্রেয়স। তবে গতবার তাঁকে দলে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় দলে নেয় পঞ্জাব কিংস। সলমন খানের অনুষ্ঠান ‘বিগ বস’-এর মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করেছিল প্রীতি জিন্টার দল। শ্রেয়সই প্রথম ভারতীয়, যিনি আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন।
advertisement
6/6
শ্রেয়সের রিহ্যাব সময়সাপেক্ষ। তাঁর সেরে উঠতে সময় লাগবে। দক্ষিণ আফ্রিকা তো বটেই, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ানডে সিরিজেও অনিশ্চিত তিনি। ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। ওই সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ক্রিকেটের ছোট ফরম্যাটে অনেকদিন সুযোগ পাননি তিনি। তাই মনে করা হচ্ছে, ২০২৬ আইপিএলে মাঠে ফিরবেন পঞ্জাব কিংসের অধিনায়ক।