অনুষ্কা শর্মার ১৬ বছরের 'সম্পর্ক' ভাঙছে! বিরাট কোহলির জীবনে বড় ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Anushka Sharma: ভামিকার পর অকায়। দুই সন্তানের বাবা-মা এখন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ফলে তাঁদের জীবনে যে বিরাট বদল হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার অনুষ্কা শর্মাকে নিয়ে বড় খবর শোনা গেল।
advertisement
1/8

ভামিকার পর অকায়। দুই সন্তানের বাবা-মা এখন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ফলে তাঁদের জীবনে যে বিরাট বদল হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
2/8
কোহলি-অনুষ্কার মেয়ের জন্ম হয়েছিল ভারতে। তবে ছেলের জন্মের সময় তাঁরা গেলেন লন্ডনে। এখনও সেখানেই রয়েছেন বিরাট ও অনুষ্কা।
advertisement
3/8
এরই মধ্যে এবার একখানা বড় খবর। জানা যাচ্ছে, অনুষ্কা শর্মার ১৬ বছরের সম্পর্ক ভাঙছে। তিনি এবার একেবারে অন্যরকমভাবে জীবন কাটাবেন।
advertisement
4/8
২০০৮ সালে রব দে বনা দি জোড়ি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় অনুষ্কার। তার পর ১৬ বছর কেটেছে। ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যাবে তাঁকে।
advertisement
5/8
এরই মধ্যে অনুষ্কার পুরনো একটি সাক্ষাৎকারের ক্লিপস ভাইরাল। সেখানে তিনি বলছেন, খুব বেশি কাজ করার ইচ্ছে তাঁর নেই।
advertisement
6/8
তার পর থেকেই জল্পনা, অনুষ্কার সঙ্গে বলিউডের ১৬ বছরের সম্পর্ক ভাঙবে। এমনিতেই প্রথমবার মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে তিনি।
advertisement
7/8
শোনা যাচ্ছে, অনুষ্কা অভিনয় ছেড়ে দিতে পারেন। সন্তান ও স্বামী নিয়ে সংসার করতে পারেন।
advertisement
8/8
পরিস্থিতি যদি সেদিকেই গড়ায়, তা হলে বিরাট কোহলির জীবনেও বড় বদল আসতে পারে। কারণ, এমনিতেই কোহলি স্ত্রী ও পরিবারকে সময় দেওয়ার জন্য এখন অনেকটা সময় ক্রিকেটের বাইরে থাকছেন।