Birbhum News: বীরভূমের সুবর্ণর হাত ধরে রাজস্থানে বাংলার জয়জয়কার, স্কুল ক্রিকেটের প্রি কোয়ার্টার ফাইনালে বাংলা
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Birbhum News: রাজস্থানের শিকারে আয়োজিত অনূর্ধ্ব ১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় দুরন্ত শুরু করল বাংলা রাজ্য দল। টানা দু'টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ সেরা হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা।
advertisement
1/5

রাজস্থানের আয়োজিত অনূর্ধ্ব ১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় দুরন্ত শুরু করল বাংলা রাজ্য দল। টানা দু'টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ সেরা হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। এই সাফল্যের অন্যতম কারিগর বীরভূমের দুবরাজপুর শ্রীশ্রী সারদা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র সুবর্ণ দে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
১৯ জানুয়ারি প্রতিযোগিতার প্রথম ম্যাচে পুদুচেরির মুখোমুখি হয় বাংলা। নির্ধারিত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৬ রানের বড় স্কোর তোলে বাংলা দল। জবাবে বাংলার বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে মাত্র ৬৩ রানেই অলআউট হয়ে যায় পুদুচেরি। ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলা। এই ম্যাচে ৩১ বলে গুরুত্বপূর্ণ ৪০ রান করেন সুবর্ণ দে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
দ্বিতীয় ম্যাচে কেরলের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখে বাংলা। প্রথমে ব্যাট করে দল তোলে ১৩২ রান। রান তাড়া করতে নেমে ১২০ রানেই থেমে যায় কেরল। ফলে ১২ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলা। এই ম্যাচে ব্যাট হাতে ২৩ বলে ২৮ রান করার পাশাপাশি বল হাতে ৩ ওভারে ২৩ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট তুলে নেন সুবর্ণ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
বাংলার জয়ে সুবর্ণর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আরও দু'ই ক্রিকেটার। চন্দ্রাংশ ঘোষ ৪৬ বলে ঝকঝকে ৬৮ রানের ইনিংস খেলে দলের বড় স্কোর নিশ্চিত করেন। অন্যদিকে দীপায়ন মাইতি নিয়ন্ত্রিত বোলিং করে ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে প্রতিপক্ষের ২টি উইকেট তুলে নেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
দলের সাফল্যে উচ্ছ্বসিত বাংলা দলের নির্বাচক তথা আমোদপুর জয়দুর্গা হাই স্কুলের শিক্ষক চন্দন ঘোষ এবং দলের ম্যানেজার সুরজিৎ চট্টোপাধ্যায়। তাঁদের মতে, সুবর্ণর মতো প্রতিভারাই ভবিষ্যতে বাংলার ক্রিকেটের মুখ উজ্জ্বল করবে। বীরভূমের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে জাতীয় স্তরে এই সাফল্যে খুশির হাওয়া দুবরাজপুর জুড়ে। এখন বাংলার লক্ষ্য নক আউট পর্বে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই