Bipin Rawat News: সার্জিকাল স্ট্রাইকের অন্যতম নায়ক, বিদেশেও বহু সম্মানে ভূষিত সেনা পরিবারের সন্তান বিপিন রাওয়াত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bipin Rawat: ৪৩ বছরের বর্ণময় কর্মজীবন তাঁর। জঙ্গিদমনে তাঁর বিশেষ দক্ষতা ছিল। সেই বিপিন রাওয়াতের অকাল প্রয়াণ সামরিক ক্ষেত্রে দেশের বড় ক্ষতি।
advertisement
1/12

৮ ডিসেম্বর, ২০২১। ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বর্ণময় পেশাগত জীবন তাঁর। দেশে তো বটেই, বিদেশেও কুড়িয়েছেন প্রংশসা। বহু সম্মানে ভূষিত তিনি।
advertisement
2/12
১৯৫৮ সালের ১৬ মার্চ উত্তরাখণ্ডের পাউরিতে জন্মগ্রহণ করেছিলেন বিপিন রাওয়াত।
advertisement
3/12
তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনার ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নে। পরে একই ব্যাটেলিয়নে নিজের পেশাগত জীবন শুরু করেছিলেন বিপিন রাওয়াত।
advertisement
4/12
শিমলা, দেহরাদুনে পড়াশোনা শেষ করে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি।
advertisement
5/12
১৯৭৮ সালে ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টে যোগ দেন বিপিন রাওয়াত।
advertisement
6/12
একটা সময় রাষ্ট্রসংঘের হয়ে কঙ্গোতে শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণ করেছিলেন বিপিন রাওয়াত। দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় আর্মি ইউনিট-এর দায়িত্ব সামলেছেন তিনি।
advertisement
7/12
বহু সন্ত্রাসবিরোধী অভিযান দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি। সাহসিকতার জন্য একের পর এক মেডেল শোভা পেয়েছে তাঁর ইউনিফর্মে।
advertisement
8/12
৪৩ বছরের বর্ণময় কর্মজীবন তাঁর। ২০১৯ সালে চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছিলেন। ২০১৭ সালে হয়েছিলেন ভারতীয় সেনার প্রধান।
advertisement
9/12
১৯৮০-তে লেফটেন্যান্ট, ১৯৮৪ সালে ক্যাপ্টেন, ১৯৮৯ -তে মেজর, ১৯৯৮ সালে লেফটেন্যান্ট কর্নেল, ২০০৩ -এ কর্নেল, ২০০৯- এ ব্রিগেডিয়ার, ২০১১ -তে মেজর জেনারেল, ২০১৪ সালে সেনার লেফটেন্যান্ট জেনারেল হিসাবে দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন তিনি।
advertisement
10/12
২০১৯ সালে তিনি অবসর নেন। তবে তার পরও দেশের সেনার সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোকপ্রকাশ করেছেন।
advertisement
11/12
সেবা মেডেল, উত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, যুদ্ধ সেবা মেডেল, সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, বিদেশ সেবা মেডেল- সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি।
advertisement
12/12
২০১৫ সালে মণিপুরের সীমান্ত পেরিয়ে মায়ানমারে সার্জিকাল স্ট্রাইক করেছিল ভারতের স্পেশাল কমান্ডো বাহিনীর ৭০ জন যোদ্ধা। সেবার কমপক্ষে ৩৫ জঙ্গিকে খতম করেছিল বাহিনী। সেই সার্জিকাল স্ট্রাইক পরিচালনা করেছিলেন বিপিন রাওয়াত।