সত্যিই কি মেসিরা বাংলাদেশে যাচ্ছে? আর্জেন্টিনার সফর নিয়ে এল বড় আপডেট
- Published by:Sudip Paul
Last Updated:
মঙ্গলবার জানা গিয়েছিল আগামি জুন মাসে বাংলাদেশে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। মেসিদেক ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে ছিল ওপার বাংলায়। এবার সেই ম্যাচ নিয়ে সামনে এল বড় খবর
advertisement
1/6

আগামি জুন মাসে বাংলাদেশে আসছে বিশ্বজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা দল। ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে নীল-সাদা ব্রিগেড। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের এই দাবি সামনে আসার পর আনন্দের ঢেউ উঠেছিল ওপার বাংলায়।
advertisement
2/6
advertisement
3/6
কিন্তু আর্জেন্টিনার এক ক্রীড়া সাংবাদিকের ট্যুইট প্রশ্ন তুলে দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের নিয়ে। কারণ আর্জেন্টিনা দল ও মেসি ঘনিষ্ঠ সাংবাদিক ক্রীড়া সাংবাদিক ট্যুইটে লিখছেন মেসিদের আর্জেন্টিনা যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
advertisement
4/6
ট্যুইটারে ইদুল লিখেছেন,'আগামী জুনে প্রীতি ম্যাচ নিয়ে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনও আলোচনা হয়নি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবীকরণ না হওয়া পর্যন্ত ফুটবল ফেডারেশন কোনও বড় পদক্ষেপ নেবে না। সেই চুক্তির ব্যাপারটা না মিটলে অন্য কিছু ভাবছে না আর্জেন্টিনার ফুটবল সংস্থা।"
advertisement
5/6
পদ্মা পারে আসছে মেসির আর্জেন্টিনা!
advertisement
6/6
১০টা লা লিগা, ৭টা কোপা দেল রে, ৭টা স্প্যানিশ সুপার কাপ, ৪টা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টা উয়েফা সুপার কাপ, ৩টা ক্লাব ওয়ার্ল্ড কাপ, রেকর্ড ৭টা ব্যালন ডি' অর, রেকর্ড ৬টা ইউরোপিয়ান গোল্ডেন বুট, ১ ক্যালেন্ডার ইয়ারে ৯১ গোল, ২টি বিশ্বকাপে সেরা প্লেয়ার (গোল্ডেন বল উইনার), ১টা অলিম্পিক, ১টা কোপা আমেরিকা, ১টা ফিনালিসিমা , ১টা বিশ্বকাপ। মেসির ট্রফির ভাঁড়ার পূর্ণ বলা যেতেই পারে।