সৌরভের বায়োপিকে তাঁর 'বাবা' কে? বড় নাম সামনে, গোটা দেশ যাঁর 'ভক্ত'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এ খবর তো এখন সবার জানা। সেই বায়োপিকের জন্য সৌরঊ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে সেই সিনেমায় সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্য়ায়ের ভূমিকায় কে অভিনয় করবেন!
advertisement
1/8

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এ খবর তো এখন সবার জানা। সেই বায়োপিকের জন্য সৌরঊ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
advertisement
2/8
তবে এরই মধ্যে অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সৌরভের বায়োপিকে সৌরভের পরিবারের লোকজন হিসেবে কাদের অভিনয় করতে দেখা যাবে!
advertisement
3/8
সৌরভের বায়োপিকে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। এ খবর এখন সবার জানা। একটা সময় ঋত্বিক রোশন, রণবীর কাপুরের নামও শোনা গিয়েছিল।
advertisement
4/8
সৌরভের স্ত্রী ডোনার ভূমিকায় কে অভিনয় করবেন, সেটাও এখনও জানা যায়নি। আবার সৌরভের মা নিরূপা দেবী ও বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় হিসেবে কোন অভিনেতাদের দেখা যাবে, সে বিষয়েও পাকা খবর নেই।
advertisement
5/8
তবে এবার জানা যাচ্ছে, সৌরভের বায়োপিকে সুপারস্টার রজনাকান্তকে দেখা যেতে পারে। তবে তাঁকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
advertisement
6/8
অর্থাৎ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে দেখা যাবে খুব কম সময়ের জন্য। যদিও সিনেমার নির্মাতাদের তরফে এখনও এই খবরে শিলমোহর দেওয়া হয়নি।
advertisement
7/8
তবে এরই মধ্যে অনেকে আন্দাজ করছেন, সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। তাই হয়তো তাঁকে খুব কম সময়ের জন্য পর্দায় দেখা যাবে!
advertisement
8/8
সৌরভের ক্রিকেটার হওয়ার পিছনে তাঁর বাবা ও মায়ের অবদান সব থেকে বেশি। ফলে নির্মাতারা এই দুটি চরিত্র নিশ্চয়ই আলাদা কোনও পরিকল্পনা করবেন!