ICC World Cup 2023 Semi Final India vs Pakistan: ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে লাভ টিম ইন্ডিয়ার! কিন্তু কারণটা কী, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Big Advantage For Team India if India vs Pakistan face off in ICC World Cup 2023 Semi Final Then India Team will be the champion of ODI World Cup 2023: বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমিরা চাইছে সেমি ফাইনালে আরও একবা মুখোমুখি হোক দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ। ভারতীয় ফ্যানেরাও মনে করছে বাবরদের বিরুদ্ধে সেমি ফাইনাল খেললে লাভ রোহিতদের।
advertisement
1/8

বিশ্বকাপে সব দল হারের স্বাদ পেলেও এখনও অপরাজিত-অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। টানা ৮ ম্যাচ জিতে লিগ টপার হিসেবে প্রতিযোগিতার সেমিফাইনালে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
advertisement
2/8
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেমি ফাইনালে ভারতীয় দলের প্রতিপক্ষ কোন দেশ। লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে চার নম্বর হিসেবে যেই দল সেমি ফাইনালে উঠবে তাদের বিরুদ্ধে খেলবে ভারত।
advertisement
3/8
নকআউট ম্যাচে ভারতের প্রতিপক্ষ দল কে হবে, তা এখনও ঠিক হয়নি। পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান রয়েছে এই দৌড়ে। ফলে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/8
ইতিমধ্যেই বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমিরা চাইছে সেমি ফাইনালে আরও একবা মুখোমুখি হোক দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ। ভারতীয় ফ্যানেরাও মনে করছে বাবরদের বিরুদ্ধে সেমি ফাইনাল খেললে লাভ রোহিতদের।
advertisement
5/8
যদিও এর পিছনে রয়েছে অতীতের এক পরিসংখ্যান বা বিশ্বাস। কারণ ২০১১ সালেও ভারতের মাটিতে বসেছিল একদিনের বিশ্বকাপের আসর। সেবারও সেমি ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান।
advertisement
6/8
মোহালিতে সেই সেমি ফাইবালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ২৬০ রান করেছিল টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ৮৫ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। জবাবে ২৩১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
advertisement
7/8
২৯ রানে ম্যাচ জিতে ২০১১ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এমএস ধোনির দল। তাই সেই লাক ফ্যাক্টরের জন্যই ফ্যানেদের একাংশ চাইছে এবারও সেমি ফাইনাল হোক ভারত-পাকিস্তানের।
advertisement
8/8
কারণ তাদের বিশ্বাস এবারও ঘরের মাটিতে বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হলে জিতবে ভারত। কাজ করবে সেই ২০১১ সালের লাক ফ্যাক্টর। আর আগামি ১৯ নভেম্বর কাপ উঠবে রোহিত শর্মার হাতে।