Bhuvneshwar Kumar: ভুবনেশ্বর কুমারের বলের গতি ২০৮ কিমি প্রতি ঘণ্টা! হা হয়ে গেলেন সবাই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bhuvneshwar Kumar: ভুবনেশ্বর কুমারের বলে এমন গতি! কাণ্ডটা কী!
advertisement
1/6

ভুবনেশ্বর কুমারকে বারবার তাঁর গতির জন্য ব্য়ঙ্গ-বিদ্রুপ হজম করতে হয়েছে। সেই তিনিই কি না ২০৮ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করলেন! তা হলে কি শেষমেশ বদনাম ঘুঁচিয়ে ফেললেন ভুবি!
advertisement
2/6
না, ভুবি এমন কোনও কাণ্ড করেনি। রবিবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এমন একখানা কাণ্ড হল যে হাসাহাসি পড়ে গেল। ভুবনেশ্বর কুমার নাকি পর পর দুটি ডেলিভারি করলেন প্রচণ্ড গতিতে। প্রথমটির গতি ২০১ কিমি প্রতি ঘণ্টা। দ্বিতীয়টির ২০৮ কিমি প্রতি ঘণ্টা।
advertisement
3/6
২০০ কিমি প্রতি ঘণ্টার গতিতে ক্রিকেটে ইতিহাসে এখনও কেউ বোলিং করেননি। তাই স্পিডোমিটার দেখে প্রথমে অনেকেই চমকে উঠেছিলেন। পরে বুঝতে অসুবিধা হয়নি, স্পিডোমিটার বিরাট ভুল করছে।
advertisement
4/6
বৃষ্টির জন্য এদিনের ম্যাচ হয়েছে ১২ ওভারের। একটা সময় অনেকে ভেবেছিলেন, বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যেতে পারে। এমন ম্যাচে স্পিডোমিয়ার-এর ভুল নিয়ে হাসাহাসি পড়ল।
advertisement
5/6
স্পিডোমিটার-এর ভুল সত্ত্বেও এদিন ব্যঙ্গ হজম করতে হল ভুবিকে। তাঁকে নিয়ে অনেকেই ঠাট্টা-তামাশা করলেন।
advertisement
6/6
ভুবনেশ্বর কুমার প্রথম ডেলিভারি করার পর স্পিডোমিটার গতি দেখায় ২০১ কিমি প্রতি ঘণ্টা। পরের ডেলিভারিতে গতি দেখায় ২০৮ কিমি প্রতি ঘণ্টা।