TRENDING:

Best Buy For KKR: দলের খোলনলচে বদলে যাবে, নিলাম টেবলে এই ক্রিকেটাদের জন্য অল আউট ঝাঁপাবে নাইটরা

Last Updated:
Best Buy For KKR: কেকেআরের মেগাবাজি কারা, যাদের পেলে চ্যাম্পিয়ন দল ২০২৫ আইপিএলেও ঘোড়ার মতো দৌড়বে...
advertisement
1/12
দলের খোলনলচে বদলে যাবে,নিলাম টেবলে এই ক্রিকেটাদের জন্য অল আউট ঝাঁপাবে KKR
Best Buy For KKR:  আইপিএল  ২০২৫-র ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে সমস্ত দলই৷ কারণ এই আইপিএলের আগে ফের হবে মেগা নিলাম৷ ফলে কোন দল কোন প্লেয়ার রিটেন করবে তার ভাবনাচিন্তা জারি রয়েছে৷ কেকেআর একাধিক ক্রিকেটারকে ছাড়তে বাধ্য হবে৷ যদিও গত আইপিএলের চ্যাম্পিয়ন দল তারা, তারপরেও এবার যেহেতু মেগা নিলাম হবে তাই কেকেআরকেও নিজেদের দলের খোলনলচে বদলে ফেলবে৷
advertisement
2/12
ওয়াকিবহাল মহল সূত্রে একাধিক তারকা ক্রিকেটারকেও ছেড়ে দিতে হতে পারে কেকেআরকে৷ এই তালিকায় গুঞ্জনে নাম শোনা যাচ্ছে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলের মতো নামও৷
advertisement
3/12
কিন্তু এই সব তারকা যেমন কেকেআর ছেড়ে দেবে, ঠিক তেমনিই অন্য ফ্রাঞ্চাইজিরাও নিজেদের একাধিক তারকা প্লেয়ারকে ছেড়ে দেবে৷  ফলে কেকেআরের হাতে সুযোগ থাকবে নিজেদের বহু কাঙ্খিত কিছু ক্রিকেটারকে তুলে নেওয়ার৷
advertisement
4/12
রোহিত শর্মা- মুম্বই ইন্ডিয়ন্স  দলকে পাঁচবার আইপিএল খেতাব জিতিয়েছেন৷ কিন্তু এই অবস্থার পরেও গত মরশুমে রোহিতের হাত থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নিয়ে হার্দিককে অধিনায়ক করে দেয় মুম্বই ইন্ডিয়ান্স৷ এরপরেও কি সামনে মরশুমে রোহিতকে রিটেন করবে, বা তিনিও কী আর আদৌ এই দলে থাকতে চাইবেন , সেক্ষেত্রে নিলাম টেবলে এলে তাঁর জন্য একাধিক ফ্রাঞ্চাইজি বিড করবে৷ কেকেআরও সেই দলে একদম সামনে থাকবে৷
advertisement
5/12
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে সামনে রেখে কেকেআর দল সাজাতেই পারে৷ তিনি সামনের মরশুমে  নাইটদের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে পারেন৷
advertisement
6/12
পাশাপাশি তাঁর মার্কেট ভ্যালু কেকেআরের মার্কেট ভ্যালুকে আরও খানিকটা চাঙ্গা করে দিতে পারে৷  একদিকে শাহরুখ খানের মার্কেট ভ্যালু অন্যদিকে রোহিত শর্মার ইউএসপি দুইয়ে মিলে কেকেআর বাজারে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে৷
advertisement
7/12
আইপিএলে ৬২১১ রানের মালিক রোহিত শর্মা, এই পরিসংখ্যানই তাঁর ব্যাটার হিসেবে যে কোনও দলে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিতে পারে৷
advertisement
8/12
এছাড়াও পৃথ্বী শ নাকি থিঙ্ক ট্যাঙ্কের ভাবনাচিন্তায় জায়গা পেয়েছেন৷ তরুণ প্রতিভা পৃথ্বী শ- ধামাকা ব্যাটার৷ তাঁর আগ্রাসী স্টাইলের ব্যাটিং কেকেআরকে ধামাকা ওপেনারের স্লটে রাখার ভাবনা এনে দিতে পারে৷
advertisement
9/12
পৃথ্বীর বর্তমান পারফরম্যান্স অবশ্য বেশ নিম্নগামী কিন্তু তাঁর প্রতিভা প্রবল- এমনটাই মত ক্রিকেটবোদ্ধাদের৷ নতুন দলের জার্সিতে এসে ফের পুরনো ক্ষমতা ফিরে পেতে পারেন৷
advertisement
10/12
পৃথ্বীর বর্তমান পারফরম্যান্স অবশ্য বেশ নিম্নগামী কিন্তু তাঁর প্রতিভা প্রবল- এমনটাই মত ক্রিকেটবোদ্ধাদের৷ নতুন দলের জার্সিতে এসে ফের পুরনো ক্ষমতা ফিরে পেতে পারেন৷
advertisement
11/12
জস বাটলারের জন্যেও নিলামে অলআউট নামতে পারে কেকেআর৷ তিনি একজন বিস্ফোরক ব্যাটিং স্টার, বিশেষত স্পিনের উত্তরে তিনি ভাল খেলতে পারেন৷
advertisement
12/12
পাশাপাশি তিনি উইকেটকিপার হিসেবেও একজন ভাল অপশন হতে পারেন৷ ফলে তিনি একজন বিদেশি ক্রিকেটারের স্লট যেমন ভরবেন ঠিক তেমনিই  উইকেটকিপার হিসেবেও দলের দায়িত্ব পালন করবেন৷
বাংলা খবর/ছবি/খেলা/
Best Buy For KKR: দলের খোলনলচে বদলে যাবে, নিলাম টেবলে এই ক্রিকেটাদের জন্য অল আউট ঝাঁপাবে নাইটরা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল