TRENDING:

Bengal Pro T20 League: মাঠে তারকা, গ্যালারি ফাঁকা! বেঙ্গল Pro T-20 লিগ উদ্বোধনী অনুষ্ঠানে জিৎ-রুক্মিণী-নুসরত

Last Updated:
Bengal Pro T20 League: এদিন মেগা টুর্নামেন্ট উদ্বোধনের পাশাপাশি সিএবিতে পালিত হয় সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সমস্ত কর্তারা মিলে কেক কেটে সেলিব্রেশন করেন।
advertisement
1/8
মাঠে তারকা, গ্যালারি ফাঁকা! বেঙ্গল Pro T-20 লিগ উদ্বোধনে জিৎ-রুক্মিণী-নুসরত
প্রতীক্ষার অবসান। ‌আইপিএলের ধাঁচে বাংলায় শুরু হল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। আট ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু টুর্নামেন্ট। বর্তমান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের দিনেই শুরু টুর্নামেন্ট। তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যেই আইপিএলের মতো প্রিমিয়ার লিগ খেলা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার নাম।
advertisement
2/8
মঙ্গলবার ইডেনে আয়োজিত হলো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। নতুন ছবির প্রচারে পারফর্ম করলেন টলিউডের তারকা জিৎ এবং রুক্মিণী মৈত্র।
advertisement
3/8
ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন টুর্নামেন্টের আইকন ঝুলন গোস্বামী। সবকটা দলের মহিলা এবং পুরুষ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিএবির বর্ষিয়ান কর্তাদের সংবর্ধনা জানানো হয়। সিএবি সভাপতি বিশেষ মেমেন্টো তুলে দেন সেইসব ব্যক্তির হাতে।
advertisement
4/8
প্রথমবার শুরু হওয়া বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে টসের কয়েন। যেখানে থাকছে সৌরভ এবং ঝুলনের মুখ। এদিন প্রথম খেলার আগে ইডেনের ঐতিহ্যশালী বেল বাজিয়ে সূচনা করেন রঞ্জী জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/8
উদ্বোধনী অনুষ্ঠানে এদিনের অন্যতম আইকন ঝুলন থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। সপরিবারে তিনি রয়েছেন নিউইয়র্কে। সেই কারণেই মঙ্গলবারের উদ্বোধনে থাকতে পারেননি মহারাজ। মঙ্গলবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হারবার ডায়মন্ডস এবং শিলিগুড়ি স্ট্রাইকার্স।
advertisement
6/8
প্রথম ম্যাচে মনোজের হারবার ডায়মন্ডস ৮ রানে হেরে যায় শিলিগুড়ির কাছে। তবে মেগা টুর্নামেন্ট আয়োজন করা হলেও দর্শক আসন প্রায় ফাঁকা ছিল। কয়েকশো লোক উপস্থিত ছিলেন প্রায় ৬৩ হাজারীর গ্যালারিতে। সিএবির আমন্ত্রণে প্রাক্তন থেকে বর্তমান সব কর্তা এবং ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
advertisement
7/8
ইডেনের ক্লাব হাউস গ্যালারিতে উপস্থিত ছিলেন আটখানা দলের ছেলে এবং মেয়েদের সমস্ত ক্রিকেটার। আইপিএলের মতোই টুর্নামেন্টের শুরুতে সব দলের অধিনায়ক এবং ক্রিকেটারদের নিয়ে আসা হয় মাঠে।
advertisement
8/8
টুর্নামেন্টের ধারাভাষ্য দেওয়ার জন্য ইতিমধ্যেই বাংলার ক্রিকেটার ছাড়াও শ্রীলঙ্কা ইংল্যান্ডের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার উপস্থিত থাকছেন বলে খবর। এদিন মেগা টুর্নামেন্ট উদ্বোধনের পাশাপাশি সিএবিতে পালিত হয় সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সমস্ত কর্তারা মিলে কেক কেটে সেলিব্রেশন করেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Bengal Pro T20 League: মাঠে তারকা, গ্যালারি ফাঁকা! বেঙ্গল Pro T-20 লিগ উদ্বোধনী অনুষ্ঠানে জিৎ-রুক্মিণী-নুসরত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল