TRENDING:

Bengal Cricketer In India Camp: ‘সব্যসাচী’ কৌশিক, ভারতীয় দলে থেকে পেলেন গুচ্ছ গুচ্ছ উপহার, প্রিয় ক্রিকেটার যা দিল খুশ বাঙালি

Last Updated:
Bengal Cricketer In India Camp: ভারতীয় ক্যাম্প ভরিয়ে দিল কৌশিককে, পেলেন প্রিয় ক্রিকেটারের থেকে বোলিং টিপসও
advertisement
1/5
‘সব্যসাচী’ কৌশিক, ভারতীয় দলে থেকে পেলেন গুচ্ছ গুচ্ছ উপহার, প্রিয় ক্রিকেটার যা দিল খুশ
বাংলা ক্রিকেট মহল তাকে সব্যসাচী বলে ডাকে কারণ তার দুহাত বোলিংয়ে সমানভাবে করতে পারেন। আরেকটু সহজ করে বললে লেফট আর্ম স্পিনার হিসেবে পরিচিত কৌশিক একইভাবে ডান হাতে অফ স্পিন বোলিংও করতে পারেন। ভারতীয় দলে কয়েকটা দিন কাটিয়ে সকলের একেবারে প্রিয় হয়ে উঠেছেন তিনি৷
advertisement
2/5
২৬ বছর বয়সী এই ক্রিকেটার বিগত দুবছর আইপিএলের নিলামে তালিকাভুক্তও ছিলেন। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজিদের ট্রায়ালও দিয়েছেন। তবে আইপিএলে কোন দল না পেলেও, এবার সরাসরি ভারতীয় দলের জায়গা হয়ে পাওয়া বাংলা ক্রিকেটের সব্যসাচী কৌশিক মাইতির। তিনি যেমন এই সুযোগে ক্রিকেটার হিসেবে নিজের ভুলচুক সারিয়ে নেওয়ার টিপস পেয়েছেন, ঠিক তেমনিই প্রিয় ক্রিকেটার জাদেজার সঙ্গে সেলফি তোলাটা সেরে নিতেও ভোলেননি৷
advertisement
3/5
ওয়াশিংটন সুন্দরের থেকে পেয়েছেন হেলমেট৷ পাশাপাশি নিজের বাংলার জার্সিতেও সকলকে দিয়ে সই করিয়ে নিয়েছেন৷ খালি শুভমান গিলের অটোগ্রাফটা হল না এটাই আক্ষেপ কৌশিক মাইতির৷
advertisement
4/5
জার্সিতে সব প্লেয়ারদের নাম রয়েছে তাই ভারতীয় দলের জার্সি কোনওটা পাননি, তবে তিনি জাতীয় দলের একটা টুপি এবং একটা বল পেয়েছেন৷ বলে রয়েছে রবীন্দ্র জাদেজার অটোগ্রাফ৷
advertisement
5/5
জাতীয় দল পাখির চোখ, আইপিএল নিয়েও স্বপ্ন আছে., তবে প্রাথমিকভাবে কৌশিক এখন ফোকাস করছেন বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পারফরম্যান্স করা৷
বাংলা খবর/ছবি/খেলা/
Bengal Cricketer In India Camp: ‘সব্যসাচী’ কৌশিক, ভারতীয় দলে থেকে পেলেন গুচ্ছ গুচ্ছ উপহার, প্রিয় ক্রিকেটার যা দিল খুশ বাঙালি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল