IPL 2021: অসাধারণ সুন্দরী এই অ্যাঙ্কর এবার আইপিএলে নেই, ক্রিকেটপ্রেমীরা মিস করছেন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL 2021; Kian Narayanan: কেন এবার এই সুন্দরী অ্যাঙ্করকে আইপিএলে দেখা যাচ্ছে না!
advertisement
1/6

আইপিএল জমে উঠেছে। আর আইপিএলের ম্যাচ পরবর্তী টক শো-ও জমজমাট। কিন্তু এবার আইপিএলে একজন সুন্দরী অ্যাঙ্কর-এর দেখা নেই। কেন দেখা যাচ্ছে না কিরা নারায়ননকে ( (Kira Narayanan) )!
advertisement
2/6
ক্রিকেট লাইভ শো হোস্ট করতেন কিরা। ব্রায়ান লারা, ব্রেট লি-দের সঙ্গে শো জমিয়ে দিতেন তিনি। এবার অবশ্য তাঁকে দেখা যাচ্ছে না। ক্রিকেটপ্রেমীরা তাঁকে মিস করছেন।
advertisement
3/6
চলতি বছর ভারত বনাম ইংল্যান্ড সুরিজে তাঁকে দেখা গিয়েছিল। সেই সিরিজে তিনি সুনীল গাভাসকরের সঙ্গে শো হোস্ট করেছিলেন।
advertisement
4/6
সঞ্চালনা ছাড়া অভিনয় করেন কিয়া। তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পড়াশোনা করেছেন।
advertisement
5/6
নিউ ইয়র্ক ফিল্ম ইউনিভার্সিটি থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। ১৩ বছর বয়স থেকে অভিনয় করেন কিয়া। তিনি গ্রেট ব্রিটেন-এর ন্য়াশনাল ইউথ থিয়েটারের সদস্যা।
advertisement
6/6
চলতি বছর আইপিএলে সঞ্চালনার জন্য বিসিসিআই কিয়ার সঙ্গে চুক্তি করেনি। তাই এবার আইপিএলে তাঁকে আর দেখা যাচ্ছে না।