কবে ঘোষিত হবে টি-২০ বিশ্বকাপের দল? কারা পাবে সুযোগ? জানা গেল বড় আপডেট!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
BCCI To Announce T20 World Cup 2026 Team India Squad On: বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, নিউজিল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ—দু’টির জন্যই ভারতের স্কোয়াড একই থাকবে।
advertisement
1/5

বিসিসিআই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করতে চলেছে ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, একই দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করা হবে।
advertisement
2/5
বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, নিউজিল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ—দু’টির জন্যই ভারতের স্কোয়াড একই থাকবে। নির্বাচক কমিটির মতে, এই সিরিজের মাধ্যমেই বিশ্বকাপের আগে দল চূড়ান্ত করে নেওয়া হবে, যাতে খেলোয়াড়দের প্রস্তুতি ও কম্বিনেশন পরিষ্কারভাবে বোঝা যায়।
advertisement
3/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে বিশ্বকাপের আগে ভারতের শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। ফলে এই সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্বকাপের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
4/5
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
advertisement
5/5
গ্রুপ পর্বে ভারত ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি হবে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।