BCCI Central Contarct: এর আগে যা কখনও হয়নি, সেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
BCCI Central Contarct: প্রথা ভাঙলো বিসিসিআই। বিসিসিআই এরকম করার পেছনে কোন রকম যুক্তি না দিলেও, বিশেষজ্ঞদের ধারণা সিনিয়র ক্রিকেটারদের সম্মান জানিয়ে এই চুক্তি প্রকাশ করা হয়েছে।
advertisement
1/6

প্রথা ভাঙলো বিসিসিআই। সাধারণত টেস্ট টি২০ এবং একদিনের তিনটি ফরম্যাট খেলা তিন ক্রিকেটারকে রাখা হত বিসিসিআইয়ের গ্রেড এ প্লাস ক্যাটাগরি চুক্তিতে। তবে নতুন চুক্তি প্রকাশ হওয়ার পরই প্রথমবার বিসিসিআই এমন সিদ্ধান্ত নিল যা আগে কখনও হয়নি।
advertisement
2/6
বোর্ডের নতুন চুক্তিতে দেখা যাচ্ছে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তিন ক্রিকেটারকে সর্বোচ্চ চুক্তিতে রেখে দেওয়া হয়েছে। রোহিত, বিরাট এবং জাদেজার জন্য নিজেদের যে রীতি ছিল সেটা থেকে সরে এল ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
3/6
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট-রোহিতরা। তারপরও তাদেরকে সর্বোচ্চ সাত কোটি টাকার চুক্তিতে রাখা হলো। চুক্তিতে আরেকজন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে তিনি জসপ্রীত বুমরাহ। তবে তিনি সব ফরম্যাটেই খেলেন।
advertisement
4/6
বিসিসিআই এরকম করার পেছনে কোন রকম যুক্তি না দিলেও বিশেষজ্ঞদের ধারণা সিনিয়র ক্রিকেটারদের সম্মান জানিয়ে এই চুক্তি প্রকাশ করা হয়েছে। গত জুন মাসে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। নতুন যে চুক্তি প্রকাশ করা হয়েছে সেটি ২০২৪ এর অক্টোবর থেকে ২০২৫-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধার্য হবে।
advertisement
5/6
অন্যদিকে গত বছরের থেকে চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হয়েছে। মোট ৩৪ জন ক্রিকেটার রয়েছেন। সর্বোচ্চ গ্রেড এ ওয়ান ক্যাটাগরি ক্রিকেটাররা সাত কোটি টাকা পাবেন। তারপরে এ ক্যাটাগরিতে যারা রয়েছেন তারা পাবেন পাঁচ কোটি। বি-তে থাকা ক্রিকেটার বছরে তিন কোটি এবং সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা পাবেন।
advertisement
6/6
বাংলার আকাশদীপ সি ক্যাটাগরি চুক্তিতে রয়েছেন। এছাড়াও একাধিক নতুন ক্রিকেটাররা চুক্তিতে ঢুকে পড়েছেন। ঋষভ পন্থ ক্যাটাগরিতে উন্নতি ঘটিয়ে বি থেকে এ তে এসেছেন। অন্যদিকে অবাধ্য ২ ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে ফিরে এসেছেন।