TRENDING:

BCCI Central Contarct: এর আগে যা কখনও হয়নি, সেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড

Last Updated:
BCCI Central Contarct: প্রথা ভাঙলো বিসিসিআই। বিসিসিআই এরকম করার পেছনে কোন রকম যুক্তি না দিলেও, বিশেষজ্ঞদের ধারণা সিনিয়র ক্রিকেটারদের সম্মান জানিয়ে এই চুক্তি প্রকাশ করা হয়েছে।
advertisement
1/6
এর আগে যা কখনও হয়নি, সেই কঠিন  সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড
প্রথা ভাঙলো বিসিসিআই। সাধারণত টেস্ট টি২০ এবং একদিনের তিনটি ফরম্যাট খেলা তিন ক্রিকেটারকে রাখা হত বিসিসিআইয়ের গ্রেড এ প্লাস ক্যাটাগরি চুক্তিতে। তবে নতুন চুক্তি প্রকাশ হওয়ার পরই প্রথমবার বিসিসিআই এমন সিদ্ধান্ত নিল যা আগে কখনও হয়নি।
advertisement
2/6
বোর্ডের নতুন চুক্তিতে দেখা যাচ্ছে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তিন ক্রিকেটারকে সর্বোচ্চ চুক্তিতে রেখে দেওয়া হয়েছে। রোহিত, বিরাট এবং জাদেজার জন্য নিজেদের যে রীতি ছিল সেটা থেকে সরে এল ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
3/6
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট-রোহিতরা। তারপরও তাদেরকে সর্বোচ্চ সাত কোটি টাকার চুক্তিতে রাখা হলো। চুক্তিতে আরেকজন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে তিনি জসপ্রীত বুমরাহ। তবে তিনি সব ফরম্যাটেই খেলেন।
advertisement
4/6
বিসিসিআই এরকম করার পেছনে কোন রকম যুক্তি না দিলেও বিশেষজ্ঞদের ধারণা সিনিয়র ক্রিকেটারদের সম্মান জানিয়ে এই চুক্তি প্রকাশ করা হয়েছে। গত জুন মাসে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। নতুন যে চুক্তি প্রকাশ করা হয়েছে সেটি ২০২৪ এর অক্টোবর থেকে ২০২৫-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধার্য হবে।
advertisement
5/6
অন্যদিকে গত বছরের থেকে চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হয়েছে। মোট ৩৪ জন ক্রিকেটার রয়েছেন। সর্বোচ্চ গ্রেড এ ওয়ান ক্যাটাগরি ক্রিকেটাররা সাত কোটি টাকা পাবেন। তারপরে এ ক্যাটাগরিতে যারা রয়েছেন তারা পাবেন পাঁচ কোটি। বি-তে থাকা ক্রিকেটার বছরে তিন কোটি এবং সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা পাবেন।
advertisement
6/6
বাংলার আকাশদীপ সি ক্যাটাগরি চুক্তিতে রয়েছেন। এছাড়াও একাধিক নতুন ক্রিকেটাররা চুক্তিতে ঢুকে পড়েছেন। ঋষভ পন্থ ক্যাটাগরিতে উন্নতি ঘটিয়ে বি থেকে এ তে এসেছেন। অন্যদিকে অবাধ্য ২ ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে ফিরে এসেছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
BCCI Central Contarct: এর আগে যা কখনও হয়নি, সেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল