TRENDING:

India vs Bangladesh cricket: ক্রিকেট নিয়ে পাকিস্তানের পথে BCB? ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে তো বাংলাদেশ? মুখ খুললেন BCCI প্রেসিডেন্ট

Last Updated:
India vs Bangladesh cricket: বিসিসিআইয়ের নির্দেশ মতো নিজেদের দল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিয়েছে শাহরুখের দল কেকেআর। এর জবাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ঠিক করেছে ICC-র কাছে গিয়ে নিজেদের ম্যাচের ভেন্যু বদলানোর অনুরোধ করতে পারে বাংলাদেশ।
advertisement
1/6
ক্রিকেট নিয়ে পাকিস্তানের পথে BCB? ভারতে বিশ্বকাপ খেলবে তো বাংলাদেশ? মুখ খুললেন BCCI সভাপতি
বিসিসিআইয়ের নির্দেশ মতো নিজেদের দল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিয়েছে শাহরুখের দল কেকেআর। এর জবাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ঠিক করেছে ICC-র কাছে গিয়ে নিজেদের ম্যাচের ভেন্যু বদলানোর অনুরোধ করতে পারে বাংলাদেশ।
advertisement
2/6
বাংলাদেশের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (৭ ফেব্রুয়ারি, ২০২৬), ইটালি (৯ ফেব্রুয়ারি), আর ইংল্যান্ড (১৪ ফেব্রুয়ারি) এই ম্যাচগুলি ইডেনে হওয়ার কথা, আর নেপালের বিরুদ্ধে (১৭ ফেব্রুয়ারি) মুম্বইতে হওয়ার কথা রয়েছে।
advertisement
3/6
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিন্তা করে BCB চায় ভেন্যু বদলাতে। প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হলেও একে অন্যের দেশে খেলে না। একজন সিনিয়র BCB অফিসিয়াল জানিয়েছেন, তারা এই সিদ্ধান্ত ICC-র ওপর ছেড়ে দেবে, কারণ দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন বাড়ছে।
advertisement
4/6
“আমি Mustafizur-কে ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না, কারণ এটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু World Cup-এ অংশ নেওয়ার ব্যাপারে বললে, এটা ICC-র ইভেন্ট, আর সবকিছু বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত ICC-ই নেবে,” Telecom Asia Sport-কে বলেছেন ওই BCB অফিসিয়াল।
advertisement
5/6
এই প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট মিঠুন ম্যানহাস বলেন, "বিসিসিআই ইতিমধ্যেই আলোচনা করে এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, সাইকিয়া সংবাদমাধ্যমকে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত কেবলই আইপিএলের জন্য, বিশ্বকাপ নিয়ে আমরা এখনও কিছু আলোচনা করিনি। এই নিয়ে কোনও আলোচনা হলে আমরা জানাব"।
advertisement
6/6
BCB চায় যত তাড়াতাড়ি সম্ভব T20 World Cup-এর ব্যাপারটা ICC-র কাছে তুলতে, কারণ পাকিস্তানও ঠিক করেছে ভারতে খেলবে না, যেহেতু ভারত গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে রাজি হয়নি।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Bangladesh cricket: ক্রিকেট নিয়ে পাকিস্তানের পথে BCB? ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে তো বাংলাদেশ? মুখ খুললেন BCCI প্রেসিডেন্ট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল